প্রথম একদিনের ম্যাচে টসে হার ভারতের, উভয় দলে নেই সেরা দুই তারকা

ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। চোটের কারণ দল থেকে বাদ পড়লেন ওডিআই সিরিজে ভারতের সহ অধিনায়কের দায়িত্বে থাকা রবীন্দ্র জাডেজা। তাঁর পরিবর্তে শিখর ধাওয়ানের সহকারী হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার। করোনায় আক্রান্ত হওয়ার ফলে ওয়েস্ট ইন্ডিজের দলে নেই জেসন হোল্ডার।

এ দিন টসে জিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান বলেন, "পরিবেশ বোলারদের প্রথমের দিকে সাহায্য করবে চাই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিচ্ছি আমরা। আশা করি আমরা এর সুবিধা কাজে লাগাতে পারব আমরা। টস জিততে অবশ্যই ভাল লাগে। দুর্ভাগ্যবশত কোভিডে আক্রান্ত হওয়ার ফলে দলে নেই জেসন (হোল্ডার)।"

রোহিত শর্মার অনুপস্থিতে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলানো শিখর ধাওয়ান বলেছেন, "আমরাও দ্বিতীয় ব্যাটিং করার কথাই ভাবছিলাম। আবহাওয়া দেখে মনে হচ্ছে পরের দিকে বৃষ্টি হতে পারে। তবে, প্রথমে ব্যাটিং করতে হলেও আমরা অখুশি নই। আমি অত্যন্ত ঠান্ডা মাথার অধিনায়ক। বিদেশ থেকে অনেক সমর্থক এসেছেন আমাদের সমর্থন করতে। সব সময়েই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলতে আমরা পছন্দ করি।"

শুধু এই ম্যাচেই নয়, দ্বিতীয় একদিনের ম্যাচেও চোট পাওয়া রবীন্দ্র জাডেজার সার্ভিস পাবে না ভারত। সিরিজের শেষ ওডিআই অর্থাৎ তৃতীয় ম্যাচে জাডেজার খেলা নিয়েও অনিশ্চিয়তা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ:

সাই হোপ (ইকেটরক্ষক), ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), কাইল মেয়ার্স, রোভম্যান পাওয়েল, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, আলজারি জোসেফ, গুড়াকেশ মোতি, জেডেন সিলস

ভারত:

শিখর ধাওয়ান (অধিনায়ক), শুভমন গিল, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধা কৃষ্ণ

More INDIA News  

Read more about:
English summary
West Indies won the toss and elected to bowl first against India