উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুলাই শুক্রবার সকালের মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারিবৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জুলাই শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৩ জুলাই শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টি হতে পারে। কোথাও একটানা কিংবা ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পরিস্থিতি। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি জনিত কারণে ঘর্মাক্ত আবহাওয়া থাকবে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কাছাকাছি
রয়েছে। আগামী ২-৩ দিন তা এই অবস্থানেই থাকবে। তারপর তা ফের দক্ষিণমুখী হবে।
কলকাতায় মেঘলা আকাশ
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৯ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ২৬.৬)
বহরমপুর ( ২৭.২)
বাঁকুড়া (২৫.৪)
বর্ধমান (২৫.৪)
কোচবিহার (২৭.১)
দার্জিলিং (১৭)
দিঘা ( ২৭.৬)
কলকাতা (২৮)
দমদম (২৮)
কৃষ্ণনগর (২৭.৮)
মালদহ (২৮.৪)
মেদিনীপুর (২৭.১)
শিলিগুড়ি (২৫.৮)
শ্রীনিকেতন (২৬.১)
ঝাড়খণ্ডের ওপরে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে, একদিকে যখন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পাকিস্তান ও সংলগ্ন এলাকার ওপরে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে, সেই সময় ঝাড়খণ্ডে এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।