জর্জ দিয়াজকে সই করাল মুম্বই সিটি এফসি:
কেরল ব্লাস্টার্সের থেকে জর্জ দিয়াজকে ছিনিয়ে নিল মুম্বই সিটি এফসি। ভারতীয় ফুটবলে এই আর্জেন্টিনাইন ফুটবলারকে নিয়ে আসে কেরল ব্লাস্টার্স। গত মরসুমে কেরলের জার্সিতে একের পর এক ম্যাচে গোয়ায় বিভিন্ন সবুজ গালিচা বিছানো মাঠে নিজের ফুটবলের নকশা আঁকা পেরেরা ২১ ম্যাচে ৮টি গোল করেন। আইএসএল ছাড়াও দীর্ঘ সময় আর্জেন্টিনার দ্বিতীয় ডিভিশন লিগ, আর্জেন্টিনার শীর্ষ লিগ, মালয়েশিয়া সুপার লিগ, মেক্সিকোর শীর্ষ লিগ, বলিভিয়ান প্রিমিয়ার লিগে এবং চিলির দ্বিতীয় ডিভিশন লিগে খেলেছেন জর্জ দিয়াজ। এই মরসুমে এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সেরা সই এইটিই।
গ্রেগ স্টিওয়ার্টের সই মুম্বই সিটি এফসি'তে:
জর্জ দিয়াজকে সই করানোর পাশাপাশি মুম্বই সিটি এফসি সই করিয়েছে স্কটিশ ফরওয়ার্ড গ্রেগ স্টিওয়ার্টকে। দুই মরসুমের চুক্তিতে স্কটল্যান্ডের এই ফুটবলারকে সই করিয়েছে মুম্বই সিটি এফসি। জামশেদপুর এফসির হয়ে গত বছর আইএসএল-এ ২১ ম্যাচে ১০ গোল করেন স্টিওয়ার্ট। রেঞ্জার্সের অ্যাকাডেমির এই প্রোডাক্ট ভারতীয় ফুটবলে এসেছেন স্কটিশ ফুটবল লিগের অন্যতম সেরা দল রেঞ্জার্স থেকে। উল্লেখ্য রেঞ্জার্সে দলের প্রশিক্ষক বিশ্ব ফুটবলের কিংবদন্তি স্টিফেন জেরার্ড। রেঞ্জার্সের মতো হাই প্রোফাইল দলে খেলার পাশাপাশি ফুটবল কেরিয়ারে স্টিওয়ার্ট খেলেছেন বার্মিহ্যাম সিটির হয়ে।
এফসি গোয়ায় সই নোয়া সাদাউ:
মরক্কোর হয়ে আফ্রিকান চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলার নোয়া সাদাউকে সই করাল এফসি গোয়া। দুই বছরের চুক্তিতে পিএসজির ডিফেন্ডার আচরাফ হাকিমির সতীর্থকে সই করাল এফসি গোয়া। দেশের হয়ে দাপিয়ে খেলার পাশাপাশি দীর্ঘ ফুটবল কেরিয়ারে একের পর এক হাইপ্রোফাইল ক্লাবের হয়ে খেলেছেন এই তরুণ উইঙ্গার।
শহরে এলেন মহমেডানের নতুন বিদেশি:
মহমেডানের হয়ে খেলতে কলকাতায় পা রাখলেন তাজিকিস্তানের ফুটবলার নুরুদ্দিন ডাভরোনোভ। বুধবার রাত্রে কলকাতা বিমানবন্দরে পা রাখেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার। কলকাতা বিমানবন্দরে নতুন ফুটবলারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহমেডান সচিব দানিশ ইকবাল, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস, কোষাধক্ষ মহম্মদ আক্রম, কার্যকরী কমিটির সদস্য বেলাল খান এবং মহম্মদ মৈনুদ্দিন।