ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে ভারতের প্রস্তুতিতে ধাক্কা, কারণটা কী?

ভারত একদিনের আন্তর্জাতিক সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে। কাল ত্রিনিদাদে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ODI। ভারতের বিরুদ্ধে নামার আগে অস্বস্তিতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাটিতে বাংলাদেশের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে নিকোলাস পুরাণের দল।

ভারত কয়েকজন তারকাকে একদিনের সিরিজে বিশ্রাম দিয়েছে। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়ারা একদিনের সিরিজে খেলছেন না। বিরাট ওয়েস্ট ইন্ডিজ সফরেই বিশ্রামে। এই পরিস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। তাঁর ডেপুটির দায়িত্ব সামলাবেন রবীন্দ্র জাদেজা। তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচই হবে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে। ত্রিনিদাদে পৌঁছে ভারতের প্রথম অনুশীলন ছিল বুধবার। কিন্তু বৃষ্টির কারণে তা ধুয়ে যায়। অবশেষে ইন্ডোরের নেটেই অনুশীলন করেন শিখর ধাওয়ান, শুভমান গিলরা।

Gearing up for ODI No.1 against the West Indies 💪

Here's @ShubmanGill giving a lowdown on #TeamIndia's 🇮🇳 first net session in Trinidad 🇹🇹#WIvIND pic.twitter.com/oxF0dHJfOI

— BCCI (@BCCI) July 21, 2022

রোহিত শর্মার অনুপস্থিতিতে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করবেন শুভমান গিল। তিনি বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা ভিডিওয় বলেছেন, সকলে ভেবেছিলাম ওপেন নেট সেশন করতে পারব। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। ফলে কিছুই না করার থেকে, ইন্ডোরে যে অনুশীলন করতে পেরেছি সেটাও ভালো। নেটে বোলারদের সামলাতে সব সময়ই ভালো লাগে। আন্ডারআর্ম বলেও অনুশীলন করেছি। তিনটি ম্যাচেই জেতার বিষয়ে গোটা দল যে আত্মবিশ্বাসী সে কথা জানিয়েছেন গিল।

ভারতের প্রথম একাদশে ঈশান কিষাণ, শুভমান গিল, সূর্যকুমার যাদব, দীপক হুডা থাকবেন বলেই মনে করা হচ্ছে। অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের। নেটে তিনি দীর্ঘক্ষণ বোলিং করেছেন। টি ২০ আন্তর্জাতিকে অভিষেকের পরও তিনি ভালো বোলিং করেছিলেন। আগামী বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপও রয়েছে। এই পরিস্থিতিতে সেই দলে থাকার লক্ষ্যে সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে রয়েছেন তরুণ ক্রিকেটাররা। এরই মধ্যে জানা যাচ্ছে, ইংল্যান্ড থেকে ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটারদের সাধারণ বিমানে পাঠানো হয়নি। করোনা সংক্রমণ এড়ানোর লক্ষ্যে দল গিয়েছে চার্টার্ড বিমানে। এ জন্য বিসিসিআই সাড়ে তিন কোটি টাকা ব্যয় করেছে। শুভমান গিল, সঞ্জু স্যামসন ও ঋতুরাজ গায়কোয়াড় অবশ্য আলাদাভাবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। টি ২০ সিরিজের দলে থাকা রোহিত শর্মা, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীনেশ কার্তিক, আবেশ খান ও হর্ষল প্যাটেল ২৯ জুলাই টি ২০ সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে যাবেন। ফিট হলে দলের সঙ্গে যোগ দেবেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব।

More SHIKHAR DHAWAN News  

Read more about:
English summary
Shikhar Dhawan-Led India ODI Team's First Practice Session In Trinidad Was Affected By Rain. Shubman Gill Is Confident Of Good Show Against West Indies.
Story first published: Thursday, July 21, 2022, 12:26 [IST]