সংসদের বর্ষাকালীন অধিবেশন ২০২২: রাষ্ট্রপতি ভোটের গণনা চলছে তাই তেমন কিছু কর্মকাণ্ড হয়নি আজ সংসদে

রাষ্ট্রপতি নির্বাচনের গণনা চলছে সংসদে সেকারণে তেমন কোনও কর্মকাণ্ড হয়নি আজ সংসদে। রাজ্যসভায় বৈঠকে বসেছিলেন বিরোধীরা। রাষ্ট্রপতি নির্বাচনের গণনার প্রথম রাউন্ড শেষ হয়েছে সবে। তাতে এগিয়ে রয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু।

সংসদের অধিবেশনের চতুর্থ দিন ছিল আজ। তবে তেমন কোনও কিছু ঘটেনি। দিন ভর সাধারণ কয়েকটি আলোচনা হয়েছে মাত্র। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে ইন্ডিয়ান আন্টারটিক বিল ২০২২ পেশ করা হবে। তবে সংসদে সবাই যখন উপস্থিত থাকবে তখন তা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এদিন সকাল থেকেই সংসদে টানটান উত্তেজনা। রাষ্ট্রপতি নির্বাচনের গণনা চলছে। প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে মাত্র। তাতে এগিয়ে রয়েছেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। অনেকটাই পিছিয়ে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা। ভোটের আগে থেকেই প্রায় নির্ধারিত হয়ে গিয়েছিল দ্রৌপদী মুর্মুর জয়। এখন শুধু ফলাফল প্রকাশের অপেক্ষা।

এদিকে আবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তলব করেছে ইডি। আজই হাজিরা দিয়েছেন তিনি। সেকারণে বিরোধীরা অনেকেই সংসদে হাজির হননি। যাঁরা এসেছিলেন তাঁরা প্রতিবাদে জানিয়েছেন। এদিন সংসদের দুই কক্ষেই তেমন কোনও কাজ বা আলোচনা হয়নি। কেন্দ্রের পক্ষ থেকেই কোনও বিল পেশ করা হয়নি। দিনের শেষে রাজ্যসভায় বিরোধীরা বৈঠকে বসেছিলেন।

More PARLIAMENT SESSION News  

Read more about:
English summary
Parliament monsoon session 2022: ‌‌২১ July Round Up, Both houses adjourned till ‌‌‌‌‌‌‌‌11 am Friday