করোনার কবলে পড়লেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল। ডান-হাতি এই বিধ্বংসী ব্যাটসম্যানের কোভিডে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। জার্মানিতে অস্ত্রোপচার সেরে ধীরে ধীরে স্বাভিক ছন্দে ফিরছিলেন রাহুল। তার আগে তাঁকে ধাক্কা দিল কোভিড-১৯।
বৃহস্পতিবার ছিল অ্যাপেক্স কাউন্সিলের মিটিং। সেই মিটিং শেষে সৌরভ জানান, করোনা আক্রান্ত হয়েছেন কে এল রাহুল। বেঙ্গালুরুতে কোভিড আক্রান্ত হন রাহুল। জার্মানিতে সফল ভাবে অস্ত্রোপচার সমপন্ন হওয়ার পর স্বাভাবিক ছন্দে ফিরছিলেন কে এল রাহুল। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে চলছিল তাঁর রিহ্যাব এবং অনুশীলন। কিন্তু এরই মধ্যে আকস্মিক কোভিড আক্রান্ত হওয়ায় পুরো প্রক্রিয়াটাই থমকে গেল।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দলে কে এল রাহুলের নাম রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বিসিসিআই-এর সিনিয়র নির্বাচকমণ্ডলীর ঘোষিত দলে উল্লেখছিল রাহুলের খেলার বিষয়টা নির্ভর করবে তাঁর ফিটনেস পরীক্ষায় তাঁর ফলাফলের উপর। তবে, করোনা আক্রান্ত হওয়া ওয়েস্ট ইন্ডিজ সফরে কে এল রাহুলের যাওয়া এখন বিশ বাঁও জলে। তিনি কতটা তাড়াতাড়ি কোভিড মুক্ত হতে পারেন তার উপর নির্ভর করছে সিরিজের শেষের দিকে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন কি না।
আইপিএল ২০২২-এর পর থেকেই খেলার মধ্যে নেই কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচের আগেই ছিটকে যান তিনি। সম্প্রতি ৩০ বছর বয়সী এই ক্রিকেটার নেট সেশনে মহিলা ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ঝুলন গোস্বামীর বোলিংয়ে প্র্যাকটিস করার একটি ভিডিও শেয়ার করেছিলেন। তবে, বর্তমানে যা অবস্থা তাতে ২৯ জুলাই থেকে শুরু হতে চলা টি-২০ সিরিজে রাহুলকে খেলা, এখন ঘোর অনিশ্চিয়তার বিষয়।