|
সাংসদদের ভোটমূল্যেই তফাত
এদিন দুপুরে সাংসদের ভোট গণনার পরে রাজ্যসভার সেক্রেটারি জেনারেল জানান, প্রথম রাউন্ডে ৫৪০ জন সাংসদ দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোট দিয়েছেন। যার ভোটমূল্য ৩,৭৮,০০০। অন্যদিকে যশবন্ত সিনহা পেয়েছে ২০৮ জন সাংসদের সমর্থন। যার ভোটমূল্য ১,৪৫,৬০০। তবে ১৫ জন সাংসদের ভোট বাতিলের কথাও জানিয়েছেন তিনি।
|
প্রথম ১০ টি রাজ্যের বিধায়কদের ভোটেও এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু
বিকেলে দ্বিতীয় রাউন্ডে ১০ রাজ্যের বিধায়কদের ব্যালট পেপার গণনা করা হয়। সেখানে মোট বৈধ ভোট ১১৩৮। ভোটমূল্য ১,৪৯, ৫৭৫। এর মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৮০৯ ভোট অর্থাৎ ভোট মূল্যে ১.০৫,২৯৯। অন্যদিকেযশবন্ত সিনহা পান ৩২৯ ভোট অর্থাৎ ভোট মূল্যে ৪৪,২৭৬।
|
তৃতীয় রাউন্ডের শেষে ৫০ শতাংশের বেশি ভোট দ্রৌপদী মুর্মুর দখলে
তৃতীয় রাউন্ডে কর্নাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা ও পঞ্জাবের বিধায়কের ভোট গণনা করা হয়। এই রাউন্ডে বৈধ ভোট ১৩৩৩। ভোটমূল্য ১,৬৫, ৬৬৪। এর মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ৮১২ ভোট। আর যশবন্ত সিনহা পেয়েছেন ৫২১ ভোট।
এই রাউন্ডের শেষে বৈধ ভোট ৩২১৯। ভোটমূল্য ৮,৩৮, ৮৩৯। এর মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়েছেন ২১৬১ ভোট। যার ভোট মূল্য ৫,৭৭,৭৭৭। অন্যদিকে যশবন্ত সিনহা পেয়েছে ১০৫৮ ভোট। যার ভোটমূল্য ২,৬১, ০৬২। ফলে তৃতীয় রাউন্ডের শেষে মোট বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি পেয়েছেন দ্রৌপদী মুর্মু।
|
দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন যশবন্ত সিনহার
তৃতীয় রাউন্ডের শেষে মোট বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি দ্রৌপদী মুর্মু পাওয়ার পরেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিরোঘী প্রার্থী যশবন্ত সিনহা। সঙ্গে তিনি বলেছেন, দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসেবে তিনি (দ্রৌপদী মুর্মু) ভয় বা পক্ষপাত ছাড়াই সংবিধানের রক্ষক হিসেবে কাজ করবেন।
প্রধানমন্ত্রী-সহ শীর্ষ বিজেপি নেতারা দ্রৌপদী মুর্মুর বাড়িতে
এদিন দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম রাউন্ডের ফল সামনে আসতেই দেখা যায় বিরোধী প্রার্থীর সঙ্গে এনডিএ প্রার্থী বিস্তর ফারাক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিজেপির শীর্ষ নেতারা দিল্লিতে দ্রৌপদী মুর্মুর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।
|
দিল্লিতে আগেই শুরু উৎসব
দিল্লিতে অবশ্য আগেই উৎসব শুরু হয়ে গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আদিবাসী লোক শিল্পীদের সঙ্গে যোগ দিয়েছিলেন সেই উৎসবে।