উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিংম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ জুলাই শুক্রবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী দিন পাঁচেকে উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২২ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৬ (২৭.২)
বহরমপুর ২৭.২ (২৬.৬)
বাঁকুড়া ২৫.৪ (২৬)
বর্ধমান ২৫.৪ (২৫)
কোচবিহার ২৭.১ ( ২৫.৬)
দার্জিলিং ১৭ (১৭)
দিঘা ২৭.৬ (২৭.৪)
কলকাতা ২৮ (২৬.৮)
দমদম ২৮ (২৭.১)
কৃষ্ণনগর ২৭.৮ (২৭.২)
মালদহ ২৮.৪ (২৭.৩)
মেদিনীপুর ২৭.১ (২৭)
শিলিগুড়ি ২৫.৮ (২৪.৬)
শ্রীনিকেতন ২৬.১ (২৫.৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৩.৭)
বহরমপুর (৩৫.৪)
বাঁকুড়া (৩২.৬)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৩.৯)
দার্জিলিং (২১.৬)
দিঘা (৩৪)
কলকাতা (৩৪.৩)
দমদম (৩৪.৪)
কৃষ্ণনগর (৩৫)
মালদহ (৩৬)
মেদিনীপুর (৩৪.৪)
শিলিগুড়ি (৩২.৭)
শ্রীনিকেতন (৩৪.২)