হরিয়ানা-রাঁচির পর মোদীর রাজ্য গুজরাতে ট্রাক পিষে দিল কনস্টেবলকে, ২৪ ঘণ্টায় ৩টি ঘটনা

২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন প্রান্তে একই ঘটনা। হরিয়ানা-রাঁচির পর গুজরাতে দ্রুত গতিতে আসা ট্রাক পিষে মারল পুলিশ কনস্টেবলকে। চেকিংয়ের সময় ট্রাকটির সন্দেহজনক গতিবিধি দেখে আটকেছিলেন ওই কনস্টেবল। তখনই পালাতে গিয়ে কনস্টেবলকে পিষে দেয় ট্রাকটি।

গুজরাতে কনস্টেবলকে পিষে মারল ট্রাক

গুজরাতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ২০ জুলাই রাতে ডিউটি করছিলেন গুজরাত পুলিশের কনস্টেবল কিরন রাজ। ভরসাদে ডিউটি করছিলেন তিনি। হঠাৎ একটি ট্রাকের সন্দেহজনক গতিবিধি দেখে তিনি আটকান। ট্রাক চালকের কাছে লাইসেন্স দেখতে চাইলে চালক রাজস্থানের একটি লাইসেন্স দেখান। সেটা খুব একটা সঠিক বলে মনে হয়নি কনস্টেবলের। তারপরেই তিনি প্রশ্ন করতে থাকেন চালককে। হঠাৎই ট্রাক চালক জোরে গাড়ি চালিয়ে পিষে দেয় কস্টেবলকে। এবং সেখান থেকে পালিয়ে যান।

ট্রাক চালকের খোঁজে পুলিশ

ঘটনাস্থলেই মারা যান পুলিশ কনস্টেবল। এদিকে পলাতক ট্রাক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ডিএসপি অজিত আর সিং জািনয়েছেন ইতিমধ্যেই সিসিটিভি দেখে চিহ্নিত করা হয়েছে ট্রাকটি। চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত ট্রাক চালককে গ্রেফতার করা হবে এবং তার যাতে উপযুক্ত শাস্তি হয় তার ব্যবস্থা করা হবে।

রাঁচিতে মহিলা পুলিশ কর্মীকে পিষে দিল ট্রাক

সকালেই রাঁচিত ঘটেছে রকমই এক ঘটনা। ঝাড়খণ্ডের রাঁচিতে গাড়ি চেকিংয়ের সময় এক মহিলা এএসআইকে গাড়িতে পিষে দেওয়া হয়। মঙ্গলবার গভীর রাতে চেকিং করছিলেন এএসপি সন্দ্যা টপনো। গাড়ি চেকিংয়ের সময় হঠাৎ একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান সন্ধ্যা। যদিও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

হরিয়ানায় পুলিশ অফিসারকে পিষে হত্যা

গতকাল সকালে হরিয়ানায় এক ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসারকে গাড়িতে পিষে হত্যা করা হয়েছে। একটি খালি ডাম্পারের মধ্যে উদ্ধার হয় সুরেন্দ্র সিং বিষ্ণোই নামে সেই পুলিশ অফিসারের দেহ। বেআইনি খনন বন্ধ করতে অভিযান চালাচ্ছিলেন তিনি। মাফিয়ারাই তাঁক খুন করেছে বলে অনুমান। অভিযুক্তের সন্ধােন তল্লাশি চালাচ্ছে পুিলশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ২৪ ঘণ্টার মধ্যে পর পর তিনটি ঘটনায় উদ্বেগ বেড়েছে।

হরিয়ানার পর রাঁচি, গাড়ি চাপা দিয়ে আরও এক পুলিশ অফিসার খুন! চাঞ্চল্যহরিয়ানার পর রাঁচি, গাড়ি চাপা দিয়ে আরও এক পুলিশ অফিসার খুন! চাঞ্চল্য

More POLICE News  

Read more about:
English summary
Truck ran over Police constable at Gujarat
Story first published: Wednesday, July 20, 2022, 17:45 [IST]