'বিরাটকে ফের বোলিং করতে মুখিয়ে রয়েছি', অবসরের জল্পনা বিশবাঁও জলে ছুঁড়ে ফেললেন ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ পেসার

এজবাস্টন টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে এক উইকেট সংগ্রহ করেছিলেন জেমস অ্যান্ডারসন। তবে, এইগুলির মধ্যে ছিল না বিরাট কোহলির উইকেট। বিশ্ব ক্রিকেটের এই দুই সেরা নক্ষত্র যখনই মুখোমুখি হয়েছে তখনই দুরন্ত লড়াই দেখেছে গোটা বিশ্ব, এ বারও তার ব্যতিক্রম ছিল না। কিন্তু অফ ফর্মে থাকা বিরাটের উইকেট এই ম্যাচে নিতে পারেননি অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে সাত বার বিরাট কোহলি আউট করেছেন জেমস অ্যান্ডারসন।

তবে, বয়স বাড়ছে অ্যান্ডারসনের। টেস্ট ক্রিকেটে দাপানো তারকা আর দুই দিন পর ৪০-এ পা দেবেন তিনি। ১৭২ ম্যাচে ৬৫৭ উইকেট সংগ্রহ করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারির শিরোপা অর্জন করা অ্যান্ডারসন টেস্ট ক্রিকেটে আর কত দিন খেলা চালিয়ে যাবেন তা নিয়ে একটা প্রশ্ন দীর্ঘ দিন ধরেই রয়েছে মানুষের মনে। অনেকেই ভাবছিলেন এজবাস্টনেই কি বিরাট কোহলির বিরুদ্ধে শেষ ম্যাচটি খেলে ফেললেন তারকা ইংলিশ পেসার। তবে, এখনই যে তিনি অবসর নিচ্ছেন না এবং দীর্ঘ দিন খেলা চালিয়ে যাবেন সেই বিষয়ে নিজেই নিশ্চিত করলেন তিনি। একটি বেসরকারি চ্যানেলকে অ্যান্ডারসন বলেছেন, "আমি নিজেও জানি না (অবসর প্রসঙ্গে)। আমি আবারও বিরাটকে (কোহলি) বোলিং করতে পছন্দ করবো। ফলে আগামী সফরের জন্যও হয়তো আমি অপেক্ষা করব।"

ইএসপিএন ক্রিকইনফোর একটি রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত এবং ২০২৫ সালে ইংল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। এই রিপোর্ট অনুযায়ী দেখতে হলে, আরও দুই বছর অনন্ত খেলবেন জেমস অ্যান্ডারসন। তবে, সরকারী ভাবে কোনও নিশ্চয়নতা আসেনি এই বিষয়ে। এর আগে প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান জানিয়েছিলেন, এজবাস্টন টেস্টেই শেষ বার দেখা হতে চলেছে জেমস অ্যান্ডারসন এবং বিরাট কোহলির।

ভারতের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট জয়ের ইংল্যান্ডের অন্যতম নায়ক জেমস অ্যান্ডারসন। এই ম্যাচে ৬টি উইকেট পান ইংল্যান্ড। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পান অ্যান্ডারসন এবং একটি উইকেট পান দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে তাঁর বোলিং ফিগার ২১.৫-৪-৬০-৫ এবং দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার ১৮-৫-৪৬-১। দুই ইনিংস মিলিয়ে বিরাট কোহলি করেছেন ৩১ রান। প্রথম ইনিংসে করেন ১১ রান এবং দ্বিতীয় ইনিংসে করেন ২০ রান।

More VIRAT KOHLI News  

Read more about:
English summary
James Anderson informs he wants to bowl to Virat Kohli again. Through this he threw out the speculation about retirement. 
Story first published: Tuesday, July 19, 2022, 10:18 [IST]