২০২১-এ সবথেকে বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন! সংখ্যা চমকে দেওয়ার মতো

বাদল অধিবেশন চলছে। আর এই অধিবেশনেই গত কয়েক বছরে কত মানুষ ভারতের নাগরিকতা ছেড়েছে সেই সংক্রান্ত তথ্য ধরেছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছেন, প্রতি বছর গড়ে প্রায় ১.৫ লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়ে দিচ্ছেন। যারা ভারতের নাগরিকত্ব ছাড়ছেন তাদের সবার প্রথম পছন্দ আমেরিকা। এমনটাও জানানো হয়েছে বাদল অধিবেশনে। প্রশ্নের উত্তরে এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

১,৬৩,৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ছাড়ে

শুধু তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০২১ সালে ১,৬৩,৩৭০ জন ভারতীয় নাগরিকত্ব ছাড়ে। এবং বিদেশে গিয়ে তাঁরা তাঁদের সংসার তৈরি করেছে। যেখানে ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ ভারতের নাগরিকত্ব ছাড়ে। অন্যদিকে ২০১৯ সালে ১৪৪, ০১৭ জন ভারতের নাগরিকত্ব ছাড়ে। এবং তাঁরাও ইতিমধ্যে অন্যান্য দেশে নিজেদের জায়গা তৈরি করেছেন। তবে তথ্য অনুযায়ী ২০২১ সালেই সবথেকে বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছাড়ে। বলে রাখা প্রয়োজন, ২০২০ সালে গোটা বিশ্বে করোনা'র মহামারী শুরু হয়ে যায়।

আমেরিকাই প্রথম পছন্দ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই প্রসঙ্গে আরও বিস্তারিত জানান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের নাগরিকত্ব ছাড়ছেন এমন মানুষের কাছে আমেরিকাই প্রথম পছন্দ। ২০১৯ সালে ৬১ হাজার ৬৮৩ জন ভারতের নাগরকিত্ব ছেড়ে আমেরিকার নাগরিক হয়েছিলেন বলেও জানানো হয়েছে। ২০২০ সালে ৩০ হাজার ৮২৮ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে আমেরিকা'র নাগরিক হয়েছেন বলে জানানো হয়েছে। তবে ২০২১ সালে সবথেকে বেশি অর্থাৎ ৭৮ হাজার ২৮৪ জন ভারতের নাগরিকত্ব ছেড়ে আমেরিকার বাসিন্দা হয়েছেন বলে জানানো হয়েছে।

পাকিস্তানে বসতি স্থাপন করেছেন

একইসঙ্গে, গত তিন বছরে পাকিস্তানে বসতি স্থাপন করেছেন এমন সংখ্যাও বেড়েছে। যদিও ২০১৯ সকালে একজন ভারতীয়ও পাকিস্তানের নাগরিকত্ব নেয়নি। যেখানে ২০২০ সালে ৭ ভারতীয় নাগরিক পাকিস্তানের নাগরকিকত্ব নিয়েছে বলেও অধিবেশনে জানানো হয়েছে । অন্যদিকে ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে ৪১ হয়ে গিয়েছে। ওই বছর অর্থাৎ ২০২১ সালেই এক ব্যক্তি বাংলাদেশের নাগরিকত্ব নেয়। এমনটাই প্রকাশিত খবরে জানানো হয়েছে।

আর কে কোথায় গিয়েছেন!

অন্যদিকে ২০২১ সালে ২৩ হাজার ৫৩৩ জন ভারতীয় অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নেয়। ওই বছরই ২১ হাজার ৫৯৭ জন কানাডার নাগরিকত্ব নেয়। যেখানে ১৪ হাজারের বেশি মানুষ কানাডার বাসিন্দা হয়েছেন। এছাড়াও চিনেরও বাসিন্দা হয়েছেন ৫৩৬ জন। যদিও তা ২০১৯ সালে। তবে ২০২০ সকালে ৫৫৬ জন ভারতীয় নাগরকতা ছেড়ে চিনের নাগরিক হয়েছেন বলে জানানো হয়েছে। এমনটাই তথ্যই তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে।

 বিয়ের প্রতি ক্রমেই অনীহা বাড়ছে ভারতীয়দের! কী বলছে সমীক্ষা বিয়ের প্রতি ক্রমেই অনীহা বাড়ছে ভারতীয়দের! কী বলছে সমীক্ষা

More INDIA News  

Read more about:
English summary
highest number of Indian relinquished Indian Citizenship in 2019 to 2021