মরা মশার রক্তেই ছিল 'ক্লু', ডিএনএ দিয়ে চোর ধরল পুলিশ

একেবারে অভিনব একটা কায়দায় চোর ধরল পুলিশ! যা রীতিমত দেশ-বিদেশের তদন্তকারীদের একেবারে চমকে দিয়েছে। আর তা দেখে অনেকে বলছেন এই সব কাণ্ড বোধহয় চিনেই সম্ভব!! ভাবছেন তো ঘটনাটি কি!!

একেবারে অবাক করে দেওয়ার মতো ঘটনা। বিস্তারিক বলা যাক...!!

তদন্তের মোড় ঘুরিয়ে দেবে সেটা বুঝতে পারেনি চোর

চিনের একটি বাড়িতে চুরি'র ঘটনা ঘটে। আর সেই ঘটনার তদন্তে নামে চিনের পুলিশ। আর সেই তদন্তে চুরি হয় এমন একটি ঘর থেকে বেশ কয়েকটি মরা মশা উদ্ধার করে তদন্তকারীরা। শুধু তাই নয়, দেওয়ালে থাকা রক্তের দাগের নমুনাও নেওয়া হয়। আর তা পরীক্ষা করে ডিএনএ খোঁজ থেকেই চোরের খোঁজ পেয়ে যান চিনের তদন্তকারীরা। চিনের গ্লোবাল টাইমসে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, চোর ঘর থেকে পালানোর সময়ে মশা মারে। আর সেটাই যে তদন্তের মোড় ঘুরিয়ে দেবে সেটা বুঝতে পারেনি চোর।

এই চুরি গত ১১ জুন ঘটে।

পুলিশ সূত্রে খবর, এই চুরি গত ১১ জুন ঘটে। ফুজিয়ান প্রদেশের ফুঝো বলে একটি জায়গাতে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চুরির খবর সামনে আসার পরেই পুলিশ গিয়ে দেখে ভিতর থেকে বন্ধ ছিল দরজা। বারান্দা থেকে চোর বাড়িতে ঢোকে। কয়েক লক্ষ টাকার জিনিস নিয়ে পালায় চোর। তদন্তকারীরা জানাচ্ছেন, রান্নাঘরে ডিম এবং নুডলস পাওয়া গিয়েছে। ফলে শুধু চুরি করাই নয়, চোর সারা রাত সেই বাড়িতেই কাটায় বলেও দাবি চিনের পুলিশের।

প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না সে দেশের পুলিশ

আর এই বিষয়ে তদন্তে নেমেই বেশ কিছু প্রশ্নের উত্তর পাচ্ছিলেন না সে দেশের পুলিশ। কিন্তু ঘর থেকে একাধিক মরা মশা, দেওয়ালে রক্তের দাগ সংগ্রহ করে। এমনকি একটি কয়েলও সংগ্রহ করা হয়। তবে চিনের পুলিশ দেওয়াল থেকে রক্তের নমুনা খুব সাবধানের সঙ্গে সংগ্রহ করে। আর তা ডিএনএ বিশ্লেষণের জন্যে পাঠানো হয়। আর এরপরেই পুলিশের সামনে বেশ কয়েকটি নাম আসলেও চে নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে টার্গেট করেন তদন্তকারীরা। এই ব্যক্তি'র অপরাধের রেকর্ড রয়েছে।

দিগন্ত খুলে দিতে পারে

তবে এভাবেও যে অপরাধী ধরা যায় তা কার্যত অনেককেই চমকে দিয়েছে। সে দেশের সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশংসা'র ঝড়। অনেকেই বিভিন্ন ধরণের মন্তব্য ছুঁড়ে দিয়েছেন। গ্লোবাল টাইমসের প্রকাশিত খবর অনুযায়ী, চুরির করার ১৯ দিনের মাথাতেই অভিযুক্ত চোরকে গ্রেফতার করে পুলিশ। ওই ব্যক্তি এই ঘটনা ছাড়াও আরও তিনটি মামলাতেও যুক্ত রয়েছে বলে দাবি করা হয়েছে চিনের পুলিশের তরফে । তবে ডিএনএ বিশ্লেষণ করে তদন্ত নয়া দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।

More CHINA News  

Read more about:
English summary
China used Blood of a Dead Mosquito to arrests a Burglar