একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২৪৩। সংক্রমণ তিন হাজার পার করে যাওয়ার পর হঠাৎ এদিন সংক্রমিতের সংখ্যাটা দুদিন ধরে বেশ কম। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৭৪ হাজার ৫৫০ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২৮৮। এদিন বাংলায় ছ-জনের প্রাণ কেড়েছে ঘাতক করোনা।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৭৪ হাজার ৫৫০ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮৯৬৯ জন। দৈনিক আক্রান্ত ২২৪৩ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ২৮৫১ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ২৪ হাজার ২৯৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৫৮ শতাংশ। আর এদিন করোনামুক্তের থেকে প্রায় ৬০৮ সংক্রমণ কম হয়েছে।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৮ লক্ষ ২০ হাজার ৬৬৮। এদিন টেস্টিং হয়েছে ১৪ হাজার ৫৯০ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১৫.৩৭ শতাংশ। সংক্রমণের হার বাড়তে বাড়তে ২০ শতাংশ পেরিয়ে গিয়েছিল। এখন তা আবার কমছে ধীরে ধীরে।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ৪ লক্ষ ৭৬ হাজার ৯৯১ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৭ লক্ষ ৭৮ হাজার ৭৪২ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৪০ লক্ষ ৬৪ হাজার ৪৮৩ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৫৪ লক্ষ ৮৪ হাজার ৬৭৬ জন।
কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ২৮৯৬৯ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ২৮২৫৫ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৭১৪ জন। এ দিন করোনা সক্রিয়ের সংখ্যা কমেছে ৬১৪ জন।
সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ২২৪৩। গতকাল এই সংখ্যাটা ছিল ১৪৪৯। গতকাল টেস্টিং হয়েছিল ৮৫৭৩ হাজারের বেশি। এদিনও হয়েছে ১৪৫৯০ জন। সেই নিরিখে এদিন বেড়েছে সংক্রমণ। কিন্তু সংক্রমণের হার কমেছে।।