মেডিকেল পরীক্ষা নীট-এ রিগিং কেলেঙ্কারির তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই। ২০ লক্ষ টাকায় সিট বিক্রি হয়েছে বলে প্রমাণ সিবিআই স্ক্যানারে উঠে এসেছে বলে দাবি তদন্তকারী অফিসারদের। মেডিকেলে নিশ্চিত আসন পেতে একটি মাল্টি স্টেট ব়্যাকেট কাজ করত বলে জানা গিয়েছে। সিবিআই তদন্তে নেমে ইতিমধ্যে এই ব়্যাকেটের আটজনকে গ্রেফতার করেছে।
সারা দেশজুড়েই এই ব়্যাকেট সক্রিয় ছিল। সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আটজনকে গ্রেফতার করেছে বিভিন্ন রাজ্যে হানা দিয়ে। মেডিকেলে আসন প্রাপ্তিতে দুর্নীতির তদন্তে নেমে সিবিআই অভিযান চালায়, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানায়। সিবিআই তদন্তে নেমে জানতে পারে বলিউড ব্লকব্লাস্টার মুন্নাভাই এমবিবিএস-এ দেখানো উপায় কাজে লাগিয়ে এখানে দুর্নীতি হয়েছিল।
শিক্ষার্থীদের ছদ্মবেশ নিয়ে মোটা অঙ্কের বিনিময়ে উত্তরপত্র লিখে তারা এই দুর্নীতিতে শামিল হন। প্রতিটি আসনের জন্য ২০ লক্ষ টাকার লেনদেন হয়েছে। যার মধ্যে ৫ লক্ষ টাকা সেই ব্যক্তিকে দেওয়া হয়েছিল, যিনি পরীক্ষার্থীর ছদ্মবেশে উত্তরপত্র লিখে সাহায্য করেছিলেন। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নীটের প্রশ্নপত্রটির সমাধান করেছিলেন। বাকি টাকাটা ভাগ করে নেন মধ্যস্থতাকারী ও অন্যান্যরা।
সোমবার সিবিআই দিল্লি থেকে গ্রেফতার করেছে এমনই আটজন ব্যক্তিকে, যারা প্রশ্নপত্রের সমাধান করেছিলেন। এই দুর্নীতির মাস্টারমাইন্ড হলেন সফদরজংয়ের একজন সুশীল রঞ্জন, তিনি পেপার সল্ভার্স হিসেবে নিযুক্ত করেছিলেন এবং অর্থ গ্রহণ করেছিলেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
এই তদন্ত আরও বিস্তৃত আকারে করা হচ্ছে। সিবিআই এই তদন্তে নেমে প্রার্থীদের সঙ্গে কথা বলবে। এতে কোচিং প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও তদন্তের আওতায় আসবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। এরপর নীটের নিরাপত্তা সবসময়ই কঠোর ছিল। পরীক্ষার হলে মানিব্যাগ, হাতব্যাগ, বেল্ট, ক্যাপ, গয়না, জুতো এবং হিল নিষিদ্ধ করা ছিল। কোনও স্টেশনারি বহন করার অনুমতিও ছিল না।
তা সত্ত্বেও ব়্যাকেটটি মর্ফ করা ফোটগ্রাফ ব্যবহার করে নীট-এর আইডি কার্ডগুলিকে নকল করতে সক্ষম হয়েছিল। তারা এই কাজটি করেছিল পরীক্ষা হলে প্রবেশ করার জন্য। অভিযুক্তরা প্রার্থীদের আইডি পাসওয়ার্ড সংগ্রহ করে পছন্দসই পরীক্ষা কেন্দ্র বেছে নেয়। এবার নীটের স্নাতক পরীক্ষা ১৭ জুলাই অনুষ্ঠিত হয়। মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য পরীক্ষা ছাড়াও আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথী ও নার্সিং কোর্সের প্রবেশদ্বার এই নীট।