অবিলম্বে সমস্ত করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলোকে যত দ্রুত সম্ভব করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একটি অভিযোগের ভিত্তিতে শুনানির সময় এই নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, ক্ষতিপূরণ না দেওয়া বা করোনায় মৃতের পরিবারের দাবি অস্বীকারের মতো কোনও অভিযোগ থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির কাছে যেতে হবে। সেখানেই অভিযোগ খতিয়ে দেখা হবে।

অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ

অন্ধ্রপ্রদেশ সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর অ্যাকাউন্ট থেকে বক্তিগত অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এম আর শাহ এবং বিভি নাগারথনার একটি বেঞ্চ আগামী দুই দিনের মধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অর্থ এসডিআরএফের অ্যাকাউন্টে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। এই অর্থ করোনায় মৃতদের পরিবারের ক্ষতিপূরণের জন্য বরাদ্দ করা হয়েছিল।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে করোনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দিতে হবে। উপযুক্ত ব্যক্তি ক্ষতিপূরণ পাচ্ছে কি না, তা রাজ্যকেই দেখতে হবে। এই বিষয়ে কোনও অভিযোগ করোনায় মৃত ব্যক্তির পরিবারের থাকলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির কাছে যেতে হবে। সেখানেই অভিযোগ জানাতে হবে। মামলাকারী শ্রীনিবাস রাওয়ের আইনজীবী গৌরব বনসাল জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ এসডিআরএফ থেকে তহবিল ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করেছে।

যা দুর্যোগ মোকাবিলা আইনের বিরোধী। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলা আইন ২০০৬ এর ৪৬(২) অধীনে অবৈধ উদ্দেশ্যে এসডিআরএফের তহবিল স্থানান্তর করেছে। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অর্থ এসডিআরএফের অ্যাকাউন্টে আগামী দুই দিনের মধ্যে স্থানান্তরিত করতে হবে।

করোনায় আত্মহত্যাকারী ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ

ক্ষতিপূরণ পাওয়ার বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত ক্ষতিগ্রস্ত পরিবার বা ব্যক্তিকে সংশ্লিষ্ট অভিযোগ নিষ্পত্তি কমিটির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট কমিটিকে অভিযোগ পাওয়ার চার সপ্তাহের মধ্যে তা মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সপ্রিম কোর্ট করোনায় আত্মহত্যাকারী ব্যক্তিদের পরিবারকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই অর্থ এসডিআরএফের তহবিল থেকে দিতে হবে।

এরপরেই রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর অ্যাকাউন্ট থেকে অর্থ ব্যক্তিগত তহবিবে স্থানান্তর করার অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে আইনজীবী গৌরব বনসাল বলেন, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের কিছু পরিবার ক্ষতিপূরণ পায়নি। যদিও অন্ধ্রপ্রদেশ সরকারের আইনজীবী অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেছেন, নির্দিষ্ট সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করা হয়েছে। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

 মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে বিরোধীদের প্রতিবাদ! সামিল হলেন রাহুল-সহ অন্য কংগ্রেস সাংসদরা মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে বিরোধীদের প্রতিবাদ! সামিল হলেন রাহুল-সহ অন্য কংগ্রেস সাংসদরা

More SUPREME COURT News  

Read more about:
English summary
SC directs that states to compensation to corona affected families