খনি মাফিয়াদের হাতে নৃশংস খুন হলেন হরিয়ানার ডিএসপি পদমর্যাদার পুলিশ আধিকারিক। সোমবার হরিয়ানার নুহের পাঁচগাঁওয়ের কাছে এই নির্মম ঘটনা ঘটে। খনি মাফিয়াদের ডাম্পস্টার ট্রাক চাপা দিয়ে ওই পুলিশ অফিসারকে খুন করা লহয় বলে অভিযোগ। অভিযোগ, বেআইনি খনন বন্ধের জন্য ঘটনাস্থল পরিদর্শন করছিলেন অফিসার, তখনই তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়।
হরিয়ানা পুলিশ জানিয়েছে, নিহত ডিএসপি মর্যাদার পুলিশ অফিসারের নাম সুরেন্দ্র সিং বিষ্ণোই। তাঁর দেহ ঘটনাস্থলে একটি খালি ডাম্পারের মধ্যে পাওয়া যায়। কারা এই ঘটনায় জড়িত তাঁদের চিহ্নিত করতে তল্লাশি অভিযান চলছে। তাঁদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি উঠছে।
বেআইনি খনন বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ডিএসপি সুরেন্দ্র সিং। তিনি একপ্রকার টার্গেট হয়ে গিয়েছিলেন। তাঁকে খুন করতে রীতিমতো পরিকল্পনা করা হয়েছিল। তিনি যখন ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন, তখন তাঁকে খুন করা হয়। তারপর তাঁকে ডাম্পারে ফেলে রেখে পালিয়ে যায় খনি মাফিয়ারা।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ডিএসপি পদমর্যাদার অফিসারের। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। তাঁর হত্যাকাণ্ডে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। জানা গিয়েছে, খুব শীঘ্রই ডিএসপি সুরেন্দ্র সিংয়ের অবসর নেওয়ার কথা ছিল। তার আগেই শেষ হয়ে গেল তাঁর জীবন। খনি মাফিয়াদের হাতে তাঁকে খুন হতে হল। পুলিশ খুনিদের ধরতে চিরুণি তল্লাশি চালাচ্ছে।
হরিয়ানার মেওয়াতের তাওয়াদুরের ডিএসপি সুরেন্দ্র সিং খবর পান নুহে বেআইনি খনি থেকে পাথর ট্রাকে তোলা হচ্ছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা দেন তিনি। তিনি এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে ফেলেন খনি মাফিয়ারা। তারপর ডিএসপিকে ডাম্পারের তলায় ফেলে দেওয়া হয়। তারপর নৃশংসভাবে ডিএসপির উপর দিয়ে চালিয়ে দেওয়া হয় পাথরভর্তি ডাম্পার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
তিনি ঘটনাস্থলে একাই গেলেন কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি কি পুলিশ ফোর্সকে জানিয়েছিলেন ঘটনাস্থলে যাওয়ার ব্যাপারটি। নাকি খনি মাফিয়াদের আটকাতে তিনি খবর না দিয়েই একা পৌঁছে গিয়েছিলেন। খনি মাফিয়ারা ডিএসপিকে একা পেয়ে ফাঁদে ফেলে দেন। সেই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারেননি ডিএসপি সুরেন্দ্র সিং। ঘটনাস্থলেই তাঁকে পিষে মেরে ফেলা হয়। এই ঘটনার পর হরিয়ানা পুলিশের বিশাল ফোর্স এলাকা ঘিরে ফেলে। খনি মাফিয়াজদের খোঁজে তল্লাশি শুরু করে।
Haryana | Tawadu (Mewat) DSP Surendra Singh Bishnoi, who had gone to investigate an instance of illegal mining in Nuh, died after being run over by a dumper driver. Search operation is underway to apprehend the accused. Details awaited: Nuh Police pic.twitter.com/Q1xjdUPWE2
— ANI (@ANI) July 19, 2022