দুই স্ত্রীর জয়ে আপ্লুত আদিবাসী যুবক
প্রাক্তন গ্রাম প্রধান ৩৫ বছরের আদিবাসী যুবক সথ্রাম মৌর্যের এক বন্ধু সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সথ্রাম মৌর্যের তিন স্ত্রী পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু তাঁর তৃতীয় স্ত্রী ননি বাই শিক্ষা দফতরের পিওনের কাজ করেন। পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে তাঁকে চাকরি ছাড়তে হবে। সেই কারণে তিনি এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। কিন্তু সথ্রাম মৌর্যের বাকি দুই স্ত্রী নির্বাচনে অংশগ্রহণ করেন। তাঁরা জয়ী হয়েছেন। দুই স্ত্রীর জয়ে আপ্লুত হয়ে পড়েছে সথ্রাম। নানপুর গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে দুই স্ত্রীকে ভোট দিয়ে জেতানোর জন্য গ্রামবাসীদের ধন্যবাদ জানান।
জয়ের পরেই সথ্রাম বলেন, 'নির্বাচনের ফলাফলে আমি অত্যন্ত খুশি হয়েছি। গ্রামবাসীরা তাঁদের ভালোবাসায় আর আশীর্বাদে আমাদের ভরিয়ে দিয়েছেন। তিন স্ত্রী ও ছয় সন্তানকে নিয়ে আমরা একটা ছোট বাড়িতে মিলেমিশে থাকি। আমাদের মধ্যে কোনও অশান্তি নেই। যে কোনও অনুষ্ঠানে আমরা একসঙ্গে অংশগ্রহণ করি।' তিনি নিজেকে একজন সক্রিয় বিজেপি কর্মী বলে জানিয়েছেন।
সংবাদের শিরোনামে আদিবাসী যুবক
চলতি বছর ৩০ এপ্রিল একসঙ্গে তিন প্রেমিকাকে বিয়ে করে সংবাদের শিরোনামে উঠে আসেন মধ্যপ্রদেশের যুবক সথ্রাম মৌর্য। ভোপাল থেকে ৪০০ কিলোমিটার দূরে নানপুর গ্রামের বাসিন্দা সথ্রাম মৌর্য। তিনি বলেছিলেন, তিন জনের সঙ্গে আগেই বিয়ে করেছিলেন। এতদিন পর আনুষ্ঠানিকভাবে বিয়ে করছেন। তিনি সাংবাদিকদের সেই সময় বলেন, ২০০৩ সালে তিনি প্রথম ননি বাইকে বিয়ে করেন। ননি বাই বর্তমানে মধ্যপ্রদেশে শিক্ষা দফতরে পিওনের কাজ করেন। ২০০৮ সালে তিনি মেলাকে ও ২০১৭ সালে সাক্রিকে বিয়ে করেছিলেন। তাঁর মোট তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে কাউকেই বিয়ে করেননি। ৩০ এপ্রিল ছয় সন্তানের উপস্থিতিতে তিন জনের সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে করেন সথ্রাম মৌর্য। তিন দিন ধরে এই বিয়ের অনুষ্ঠান চলে। তাঁর স্ত্রীদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে বলেই জানা গিয়েছে।
উপজাতি সম্প্রদায়ে বহু বিবাহ নিষিদ্ধ নয়
তিন প্রেমিকাকে একসঙ্গে বিয়ের ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। এই প্রসঙ্গে মধ্যপ্রদেশের স্থানীয় উপজাতি বিশেষজ্ঞ চন্দ্রভান সিং ভাদোরিয়া জানান, সথ্রাম মৌর্য ভিলাল আদিবাসী সম্প্রদায়ের সদস্য। ভিলালে মতো দেশের বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মধ্যে বহু বিবাহ প্রচলিত রয়েছে। আইনত এখানে বহু বিবাহ নিষিদ্ধ নয়। উপজাতি সম্প্রদায়ের বিয়ে হিন্দু আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়। তবে উপজাতি সম্প্রদায়ের মধ্যে বহু বিবাহের হার অনেকটা কমে গিয়েছে। তবে এখনও অনেক জায়গাতেই উপজাতি সম্প্রদায়ের মধ্যে বহু বিবাহ দেখা যায়।