ভোর থেকে উত্তরবঙ্গের ৪ জেলায় বৃষ্টি শুরু, সতর্কবার্তা আবহাওয়া দফতরের! দক্ষিণবঙ্গে কখনও রোদ-কখনও মেঘলা আকাশ

কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে কখনও আকাশ পরিষ্কার আবার কখনও মেঘলা। দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলির ক্ষেত্রেও অবস্থা প্রায় একইরকম। তবে ভোর থেকে উত্তরবঙ্গের (North Bengal) চারটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া (Weather) দফতরের তরফে সাধারণ মানুষজনের উদ্দেশে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু

এদিন ভোর থেকেই আবহাওয়া দফতরের তরফে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বৃষ্টিও হচ্ছে। সাধারণ মানুষকে বজ্রপাতের সময় অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় আশ্রয় নিতেও পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের তরফে আগেই সতর্কবার্তা জারি করে বলা হয়েছিল সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। বুধবার নাগাদ এই জেলাগুলির কোনও কোনও জায়গায় তা অতিবৃষ্টির রূপ নিতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। এই সময়ে বাকি জেলাগুলি অর্থাৎ কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টির ফলে গত কয়েকদিন ধরে চলে আসা তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত অসুবিধা থেকে সাধারণ মানুষ রক্ষা পেতে চলেছেন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ জুলাই বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বৃদ্ধির কোনও পূর্বাভাস নেই।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। সঙ্গে দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৬.৪)
বহরমপুর (২৭)
বাঁকুড়া (২৫.৬)
বর্ধমান (২৫)
কোচবিহার (২৮.৫)
দার্জিলিং (১৮)
দিঘা (২৭.৫)
কলকাতা ( ২৭)
দমদম (২৭.২)
কৃষ্ণনগর (২৭.২)
মালদহ (২৮.২)
মেদিনীপুর (২৬.৫)
শিলিগুড়ি ( ২৭.১)
শ্রীনিকেতন ( ২৬)

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা

আবহাওয়া দফতর জানিয়েছে ছত্তিশগড়ের উত্তরে এবং সন্নিহিত এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে থাকলেও তা সক্রিয় রয়েছে। এই মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরেউত্তরের দিকে সরছে।

বসিয়ে দেওয়া হোক স্পাইস জেটের সব বিমান! আবেদন দিল্লি হাইকোর্টেবসিয়ে দেওয়া হোক স্পাইস জেটের সব বিমান! আবেদন দিল্লি হাইকোর্টে

Parliament Monsoon Session LIVE: বাদল অধিবেশনে পেশ হতে পারে ৩২টি বিল, মোদীকে জবাব দিতে তৈরি বিরোধীরাওParliament Monsoon Session LIVE: বাদল অধিবেশনে পেশ হতে পারে ৩২টি বিল, মোদীকে জবাব দিতে তৈরি বিরোধীরাও

More WEATHER News  

Read more about:
English summary
Rain has been started in four districts of North Bengal and South Bengal have sunlight and cloudy sky.
Story first published: Monday, July 18, 2022, 8:07 [IST]