ওল্ড ট্রাফোর্ডে বিরাট কোহলির রান:
ওল্ড ট্রাফোর্ডে বিরাট কোহলির ব্যাট থেকে এসেছে মাত্র ১৭ রান। ২২ বলে ১৭ রান করেন তিনি। তিনটি চার দিয়ে সাজানো ছিল বিরাটের ইনিংস। কিন্তু কখনওই তাঁকে দেখে মনে হয়নি ছন্দে রয়েছেন। শেষ পর্যন্ত ১৭ রানে টপলির বলে আউট হন তিনি।
বিরাট কোহলির ব্যর্থতা অব্যহত:
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ওডিআই সিরিজের মাস্ট উইন ম্যাচে মাত্র ১৭ রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। কিন্তু প্রথম থেকে এক বারের জন্যও বিরাটকে দেখে মনে হয়নি চেনা ছন্দে রয়েছেন তিনি। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্ট্যাম্পের বল খেলতে বারবার বিপাকে পড়তে হচ্ছিল কোহলিকে। বিশেষ করে বাম হাতি পেসার রিস টপলির সামনে নাকানি চোবানি খাচ্ছিলেন বিরাট। শেষ পর্যন্ত তাঁর বলেই ইংল্যান্ড অধিনায়ক তথা উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। টপলির ফুল ডেলিভরি আউট সাইডে লেগে জমা পরে বাটলারের হাতে।
ভারতের টপ অর্ডারের ব্যর্থতা:
এ দিনের ম্যাচটি জিততেই হত ভারতকে সিরিজ জেতার জন্য। শিখর ধাওয়ান (১), রোহিত শর্মা (১৭), বিরাট কোহলি (১৭), সূর্যকুমার যাদব (১৬) ব্যর্থ হলেও ভারতকে এই ম্যাচে জয়ে এনে দিয়েছেন ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া।
ম্যাচের সংক্ষিপ্তসার:
টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪৫.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। অধিনায়ক জস বাটলার করেন ৬০ রান। জেসন রয় করেন ৪১ রান। মঈল আলি এবং ক্রেগ ওভার্টন করেন যথাক্রমে ৩৪ এবং ৩২ রান। জো রুট এবং জনি বেয়ারস্টো রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। ভারতের হয়ে চারটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।
২৬০ রান তাড়া করতে নেমে চরম ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব রান পাননি। ঋষভ পন্থের অপরাজিত ১২৫ রান এবং হার্দিক পান্ডিয়ার ৭১ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচটি জেতে ভারত। ম্যাচের সেরা হয়েছেন ঋষভ পন্থ।