Presidential election 2022: ৭ বিজেপি বিধায়ক ক্রস ভোটিং করেছেন, দাবি তৃণমূল নেতার

রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংেয়র অভিযোগ। বঙ্গের সাত বিজেপি বিধায়ক নাকি ক্রস ভোটিং করেছেন দাবি টিএমসি নেতার। এমনকী ২ টিএমসি সাংসদও ক্রস ভোটিং করেছেন বলে দাবি বর্ষিয়ান নেতার। প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছিলেন, টিএমসির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। কিন্তু তাঁর িনজের দলের বিধায়করা যে ক্রস ভোটিং করবেন সেটা আঁচ করতে পারেনি।

এগিয়ে দ্রৌপদী মুর্মু

টানটান উত্তেজনার মধ্যে শুরু হয়ে গিয়েছে রাইসিনা হিলসের লড়াই। ভোট শুরুর আগেই অনেকটা এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার ভোট শুরুর পরেও সেদিকেই ইঙ্গিত মিলেছে। ভোটের অঙ্কে অনেকটাই এগিয়ে গিয়েছেন দ্রৌপদী মুর্মু। প্রথম থেকেই আদিবাসী েনত্রীর জয়ের সম্ভাবনা অনেকটাই বেশি ছিল। এমনকী বিরোধী কয়েকটি দলের সমর্থন পেয়েছেন তিিন।

ক্রস ভোটিং বিজেপিতে

রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হতে পারে আশঙ্কা প্রকাশ করেছিলেন বঙ্গ বিজেপির নেতা তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিিন দাবি করেছিলেন টিএমসির অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন। কিন্তু নিজের দলের বিধায়করাই যে ক্রস ভোটিং করবেন সেটা আঁচ করতে পারেননি। গতকাল থেকে বিজেপি বিধায়কদের নিউটাউনের ওয়েস্টলিন হোটেলে রাখা হয়েছিল। আস সকালে তাঁদের বাসে করে বিধানসভায় িনয়ে যাওয়া হয়। তারপরেও ৭ বিজেপি বিধায়ক ক্রস ভোটিং করেছেন বলে খবর। টিএমসির এক বর্ষিয়ান েনতা দাবি করেছেন ৭ বিজেপি বিধায়ক নাকি ক্রস ভোটিং করেছেন।

ক্রস ভোটিং টিএমসিতেও

ক্রসভোটিং হয়েছে টিএমসিতেও। টিএমসির ২ সাংসদ নাকি ক্রস ভোটিং করেছেন। এই দুই সাংসদ যে অধিকারী পরিবারের তাতে কোনও সন্দেহ নেই। গতকালই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী দিল্লি গিয়েছেন। সেখানে তাঁরা দ্রৌপদী মুর্মুকেই সমর্থন জানিয়ে ভোট দিতে গিয়েছিলেন। কারণ তাঁরা জানতেন রাজ্য বিধানসভায় তাঁরা সেটা করতে পারবেন না। টিএমসি টিকিটে সাংসদ হলেও শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর অধিকারী পরিবারের দুই সাংসদকে খুব একটা সক্রিয় দেখা যায়নি। উল্টে শাসক দলের শঙ্গে দূরত্ব রেখেই চলছে তাঁরা। টিএমসির পক্ষ থেকে ইতিমধ্যেই শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করার আবেদন জানানো হয়েছে।

অভিষেকের খোঁচা

গতকাল থেকে বিজেপি বিধায়কদের িনউটাউনের হোটেলে রাখা হচ্ছেছিল। বিধায়কদের হোটেল বন্দি করে রাখা নিয়ে তীব্র িনশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিিন লিখেছেন, 'যা করবে, তার ফল ভোগ করতে হবে, এটাই কর্মফল। বিজেপি সর্বদাই সাধারণ মানুষের ক্ষমতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। সব থেকে হাস্যকর, বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দি করে রাখত। এবার নিজেরাই রিসর্ট-রাজনীতির শিকার। বাংলাই পথ দেখাল।'

শুরু রাষ্ট্রপতি নির্বাচন, কোন হিসেবে ভারতে এই ভোট গনণা হয় শুরু রাষ্ট্রপতি নির্বাচন, কোন হিসেবে ভারতে এই ভোট গনণা হয়

More PRESIDENT OF INDIA News  

Read more about:
English summary
7 BJP MLA cross voting in presidential election