মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! বাস নর্মদায় পড়ে মৃত্যু কমপক্ষে ১৫ জনের, নিখোঁজ বহু

মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus Accident) । ধর জেলার খালঘাট সঞ্জয় সেতু থেকে রেলিং ভেঙে বাস নিচে নর্মদা (Narmada) নদীতে পড়ে যায়। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। আরও প্রায় ১৫ জনকে উদ্ধার করেন নদীতে থাকা জেলেরা। বেশ কয়েকজন এখনও নিখোঁজ বলে জানা গিয়েছে।

বাসে যাত্রী ছিলেন কমপক্ষে ৫৫ জন

এদিন দুর্ঘটনাগ্রস্ত মহারাষ্ট্র রোডওয়েজের বাসটিতে যাত্রী ছিলেন কমপক্ষে ৫৫ জন। বাসটি খারগোন ও ধর জেলার সীমান্তে নর্মদা নদীতে পড়ে যায়। বাসটি ইন্দোর থেকে পুনে যাচ্ছিল। খবর পাওয়ার পরেই তৎপরতা শুরু করে পুলিশ প্রশাসন। খারগোনও ও ধরের জেলাশাসক এবং পুলিশ সুপাররা
ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধারকারীরা জানিয়েছে সেতুর রেলিং ভেঙে বাসটি সরাসরি নদীতে না পড়ে ধারে পাথরের ওপরে পড়ে উল্টে যায়।

আহত ও মৃতদের উদ্ধার

খারগোনের পুলিশ সুপার ধরমবীর সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১৩ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যদিও স্থানীয় সূত্রে দাবি ১৫ টি মৃতদেহ উদ্ধার করা বয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৫-৭ জনের অবস্থা সংকটাপন্ন। যাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় বাসের বিভিন্ন অংশ আলাদা হয়ে যায়। কয়েকজন সাঁতরে বেরিয়ে এলেও অনেকেই আটকা পড়েন। বাসে যাত্রী ছিলেন কমপক্ষে ৫৫ জন। সেক্ষেত্রে ২৫ জন এখনও নিখোঁজ। তবে উদ্ধার কর্মীরা ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। বাসে আটকে পড়া ও নদীতে ডুবে যাওয়াদের খোঁজে তল্লাশি শুরু করেছেন তাঁরা।

মন্ত্রীর প্রতিক্রিয়া

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ইন্দোর থেকে মহারাষ্ট্র রোডওয়েজের ওই বাসে ১০-১২ জন উঠেছিলেন। সম্ভবত স্টিয়ারিং বিকল হয়ে রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায়। বাস থেকে ১৫ জনকে উদ্ধার করার কথা জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনার পর উদ্ধারের খবর রাখছেন প্রতিনিয়ত। টুইট করে তিনি বলেছেন, খারগানের খালঘাটে বাস নদীতে পড়ে যাওয়ায় দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পরিবারের সদস্যদের প্রতি শোক ব্যক্ত করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছএন জেলা প্রশাসনের উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়েছে। বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি খারগান ও ধর জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। আহতদের চিকিৎসার সবরকমের ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের যাবে নিজেদের একা না ভাবেন তার জন্য তিনি সরকার পাশে রয়েছে বলে জানিয়েছেন।

শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট করে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ধরের বাস দুর্ঘটনা দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন সরকার তাদের সঙ্গে রয়েছে।
টুইটে আরও বলা হয়েছে স্থানীয় প্রশাসন উদ্ধারের কাজ চালাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে।

সাংসদদের কাছে সহযোগিতার আর্জি মোদীর! বর্ষাকালীন অধিবেশন ফলপ্রসু করুন, বললেন প্রধানমন্ত্রীসাংসদদের কাছে সহযোগিতার আর্জি মোদীর! বর্ষাকালীন অধিবেশন ফলপ্রসু করুন, বললেন প্রধানমন্ত্রী

More BUS News  

Read more about:
English summary
15 people dead, 15 rescued after a Maharashtra Roadways bus plunges into Narmada Rives from Sanjay Setu in Dhar district if MP