ইয়ন মর্গ্যানের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ফের ধাক্কা ইংল্যান্ড শিবিরে। গতকালই ভারতের কাছে একদিনের সিরিজে ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছে ইংল্যান্ড। পাকাপাকিভাবে সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব পাওয়ার পর ভারতের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে জস বাটলারকে। কাল থেকে ইংল্যান্ড নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে।
সেই ম্যাচের ঠিক আগের দিন আচমকাই একদিনের আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করে দিলেন বেন স্টোকস। ২০১৯ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করানোর মূল কারিগর তথা ইংল্যান্ডের বর্তমান টেস্ট দলের অধিনায়ক তিনি। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৮ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। সুপার ওভারে তিনি ব্যাট হাতে নেমে ৮ রান করে অপরাজিত ছিলেন। সুপার ওভারেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের রান সমান হওয়ায় বেশি বাউন্ডারি মারার নিরিখে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। সেই দলের অধিনায়ক মর্গ্যান ভারতের বিরুদ্ধে সিরিজের আগেই অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ভারতের বিরুদ্ধে সিরিজ শেষে অবসর নিলেন স্টোকস।