মমতাকে ছাড়াই ঠিক হয়ে গেল বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী! মার্গারেট আলভার নাম ঘোষণা শরদ পাওয়ারের

উপরাষ্ট্রপতি (Vice President) পদে নির্বাচন হচ্ছে ৬ অগাস্ট। বিজেপি (bjp) তথা এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দলগুলি। এদিন এনসিপি (NCP) সুপ্রিমো শরদ পাওয়ার (Sharad Pawar) বাড়িতে হওয়া বৈঠকে প্রবীন কংগ্রেস নেত্রী মার্গারেট আলভাকে (Margaret Alva) উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠকে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং আপের (AAP) কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

রাজ্যে নার্সিং কলেজে অধ্যক্ষ-অধ্যাপক-সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি! প্রার্থী বাছাই করবে পিএসসিরাজ্যে নার্সিং কলেজে অধ্যক্ষ-অধ্যাপক-সহকারী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি! প্রার্থী বাছাই করবে পিএসসি

More BJP News  

Read more about:
English summary
Opposition's candidate for the post of Vice President of India to be Margaret Alva says NCP's Sharad Pawar