বাবর আজমের মুকুটে নয়া পালক, মিয়াঁদাদ-ইনজামামদের পিছনে ফেলে তৈরি করলেন নতুন রেকর্ড

দ্রুততম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন বাবর আজম। চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক। তিন ফরম্যাটের ক্রিকেটেই তাঁর ব্যাটে রান আসছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন তিন ফরম্যাট মিলিয়ে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেন বাবর। ২২৮ ইনিংসে দশ হাজার রান পূর্ণ করলেন তিনি। ভেঙে দিলেন জাভেদ মিয়াঁদাদের রেকর্ড।

পাকিস্তানের হয়ে এত দিন পর্যন্ত দ্রুততম দশ হাজার রান সংগ্রহকারী ছিলেন জাভেদ। তাঁর থেকে ২০ ইনিংস কম লাগল বাবরের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০০ রান পূর্ণ করার ক্ষেত্রে। পাকিস্তানের প্রাক্তন ওপেনার সঈদ আনওয়ার দ্রুততম দশ হাজার রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। তিনি নিয়েছিলেন ২৫৫ ইনিংস। এই নজির গড়তে মহম্মদ ইউসুফের লেগেছিল ২৬১ ইনিংস। পাকিস্তানের কিংবদন্তি তথা প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক ২৮১ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করেন।

আইসিসি'র প্রকাশিত টেস্ট ক্রমতালিকায় ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন বাবর আজম। তাঁর আগে রয়েছেন জো রুট, মার্নাস লাবুসচানে এবং স্টিভ স্মিথ। পঞ্চম স্থানে রয়েছেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। কয়েক দিন আগে অফ ফর্মের মধ্যে দিয়ে দীর্ঘ দিন চলা বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন বাবর আজম, যা হৃদয় জিতে নিয়েছিল ক্রিকেটপ্রেমীদের।

বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা না পারলে এশিয়া কাপ আয়োজিত হওয়ার দৌড়ে সবার আগে এই দেশবাংলাদেশ নয়, শ্রীলঙ্কা না পারলে এশিয়া কাপ আয়োজিত হওয়ার দৌড়ে সবার আগে এই দেশ

চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত এবং পাকিস্তান। বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে মত পার্থক্য লেগে রয়েছে স্বাধীনতার পর থেকেই। ক্রিকেট মাঠেও আইসিসি বা এসিসি'র ইভেন্ট ছাড়া দেখা হয় না। দীর্ঘ দিন বন্ধ দ্বি-পাক্ষিক সিরিজ। তবুও প্রতিবেশী দেশের প্রাক্তন অধিনায়ক যখন খারাপ ফর্মে জর্জরিত তখন এই ভাবে তাঁর পাশে বাবর দাঁড়ানোয় ক্রিকেট সার্কিট মুগ্ধ। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্টে প্রথম দিনের শেষে তাঁর সেই টুইটের প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে বাবর আজম বলেছেন, " নিজে এক জন ক্রিকেটার হিসেবে আমি জানি। এই রকম পরিস্থিতির (অফ ফর্ম) মধ্যে দিয়ে যেতে হয় এবং আমি এটাও জানি এই ফেজে এক জন ক্রিকেটারের উপর দিয়ে কী যায়। এই ধরনের সময়ে আপনার প্রয়োজন সাপোর্ট। মনে হয়েছে আমার টুইট কিছুটা সাপোর্ট দিতে পারে। ও সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম।"

More BABAR AZAM News  

Read more about:
English summary
Babar Azam became the fastest Pakistani Batsman to score ten thousand runs in international cricket
Story first published: Sunday, July 17, 2022, 15:50 [IST]