গুজরাত উপকূলে হানা দিতে শুরু করেছে ঝড়
আরব সাগরে দিয়ে ধেয়ে আসা ঝড় গুজরাত উপকূলে হানা দিতে শুরু করেছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত তা গুজরাত উপকূল সংলগ্ন এলাকায় তাণ্ডব চালাবে। ফলস্বরূপ ওই এলাকার সমুদ্রের অবস্থা খুব খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সতর্কতা জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে।
উপকূল থকে কতদূরে রয়েছে ঘূর্ণিঝড়ের অবস্থান
আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, গুজরাত উপকূল থেকে ৭০ কিলোমিটার দূরে আরব সাগরে একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে। তার ফলে গুজরাত উপকূলে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বয়ে চলেছে ঝড়। ওই ঘূর্ণিঝড় গুজরাতের দিকে না এসে ওমানের দিকে বেঁকে যাওয়ার সম্ভাবনা প্রবল। শনিবার সকালে পোরবন্দর থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ঝড়টি। এখন তা গুজরাট উপকূলের দিতে সরে এসেছে। কিন্তু গুজরাত উপকূলে আছড়ে পড়বে না বলেই জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের অভিমুখ নিয়ে পূর্বভাস আইএমডির
ভারতের আবহাওয়া দফতর আইএমডির পক্ষ থেকে নজর রাখা হয়েছে এই ঝড়ের গতিপ্রকৃতি নিয়ে। পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম আরব সাগর পেরিয়ে ওমান উপকূল অভিমুখে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে আবহাওয়া অফিসের জারি করা বুলেটিনে বলা হয়েছে সে কথা।
আরব সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড়
আইএমডি আরও জানিয়েছে, সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলের উত্তর-পূর্ব আরব সাগরে ঘূর্ণিঝড়টি ধীরগতিতে উত্তর-পশ্চিম দিক বরাবর ৫ কিলোমিটার গতিবেগে সরে যাচ্ছে। রবিবার সকাল সাড়ে পাঁচটায় পোরববন্দর থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে এবং গুজরাতের ওখা ও নালিয়া থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। পাকিস্তানের করাচি থেকে ওই ঘূর্ণিঝড়ের অবস্থান ২৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
কত গতিবেগে ঝড় বইতে পারে উপকূলে
আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত গুজরাত উপকূলে ঝড় বইবে ৫০ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ওই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত। রবিবার সন্ধ্যার পর থেকে গুজরাত উপকূলের পরিস্থিতি শান্ত হতে শুরু করবে। তারপর তা ওমানের দিকে ধেয়ে যাবে বলে জানিয়েছেন আবহবিদরা।