উর্ধ্বমুখী করোনা সংক্রমণ
দেশের দৈনিক করোনা সংক্রমণ গতকালের চেয়ে অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ২০,০৩৯ জন। গতকাল করোনা আক্রান্ত ছিলেন ২০,০৪৪ জন। একদিনে অনেকটাই বেড়েেছ করোনা আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে পজিটিভিটি রেট। ৫ রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যায় সামান্য পতন হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪৯ জন। গতকাল ৫৬ জন মারা গিয়েছিলেন অনেকটাই বেড়েছিল মৃত্যুর সংখ্যা। তাতেই বেশি উদ্বেগে রয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
৫ রাজ্যে বাড়ছে সংক্রমণ
গোটা দেশে করোনা সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার নেপথ্যে রয়েছে ৫ রাজ্যের সংক্রমণ বেড়ে যাওয়া। সেই তালিকায় রয়েছে মহারাষ্ট্র, কেরল, তামিলনাড়ু, কর্নাটক, পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৮২ জন। অন্যদিকে কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৭১ জন। কেরলে আবার থাবা বসিয়েছে মাঙ্কিপক্সও। একজনের শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ধরা পড়েছে। তার জেরে উদ্বেগ আরও বেড়েছে। কর্নাটকেও করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৩৭৪ জন। অন্যদিকে তামিলনাড়ুতে করোনা সংক্রমণ ভীষণভাবে বেড়ে গিয়েছে। বিশেষ করে চেন্নাই শহরে করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। তামিলাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী পনিরসেলভমও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
পশ্চিমবঙ্গে উর্ধ্বমুখী সংক্রমণ
অন্যদিকে করোনা সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গেও। কেরলের পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৪৯ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৬ জন। কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম,দক্ষিণ ২৪ পরগনা জেলায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে মারা যাওয়ার সংখ্যা। রাজ্যে করোনার বুস্টার ডোজর টিকাকরণ িনয়ে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। একাধিক পুরস্বাস্থ্যকেন্দ্রে করোনার বুস্টার ডোজের টিকাকরণ হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দফতর পরীক্ষা বাড়ানোর িনর্দেশ দিয়েছে জেলা শাসকদের।
টিকাকরণে রেকর্ড গড়ল ভারত
করোনা সংক্রমণের চতুর্থ ওয়েভের চোখ রাঙািনর মধ্যেই টিকাকরণে তুন রেকর্ড গড়েছে দেশ। গণ টিকাকরণ কর্মসূচিতে ২০০ কোটি টিকার ডোজ দিয়ে নতুন রেকর্ড গড়ছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, ২০০ কোটি কোভিড ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে দেশজুড়ে। এদিকে বুস্টার ডোজের টিকাকরণের জন্য ৭৫ দিনের ফ্রি টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে দেশ জুড়ে। যাতে ১৮ বছরের উর্ধ্বে সকলে ফ্রিতে করোনার বুস্টার ডোজের টিকা পাবেন।