শিবসেনার ভাঙন রুখতে মরিয়া চেষ্টা, অস্বস্তি বাড়িয়ে উদ্ধব ঠাকরের আবেদন ফেরালেন দেবেন্দ্র ফড়নবীশ!

শিবসেনার অভ্যন্তরে উদ্ধব ঠাকরে ক্রমেই কোনঠাসা হয়ে যাচ্ছে। একনাথ শিন্ডের বিদ্রোহী হয়ে ওঠার পর থেকে একের পর এক বিধায়ক তাঁকে সমর্থন করেছেন। যার ফলে শিবসেনার অভ্যন্তরে বর্তমানে দুটো গোষ্ঠী তৈরি হয়েছে। শিবসেনার ভাঙন এখন শুধু সময়ের অপেক্ষা। শিবেসনার ভাঙন রুখতে মরিয়া চেষ্টা চালান উদ্ধব ঠাকরে। তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে কথা বলেন। যদিও সেই কথপোকথন উদ্ধব ঠাকরের অস্বস্তি আরও বাড়িয়েছে।

শিবসেনার ভাঙন রোধের চেষ্টা উদ্ধব ঠাকরের

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শিবসেনার একের পর এক বিধায়ক ও সাংসদ সমর্থন করছেন। শিবসেনার অভ্যন্তরে ঠাকরে শিবির ও শিন্ডে শিবির ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। শিবসেনার ভাঙন রোধ করতে মরিয়া চেষ্টা চালানেন উদ্ধব ঠাকরে। তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে যোগাযোগ করেন। সূত্রের খবর, সরাসরি দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে উদ্ধব ঠাকরে কথা বলেছেন। সেখানে তিনি ফড়নবীশকে অনুরোধ করেছেন, শিবসেনার বিষয়ে যেন তাঁর সঙ্গে সরাসরি কথা বলা হয়। তাঁর সিদ্ধান্তকে শিবসেনার সকল সদস্য সমর্থন করবেন। তবে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ উদ্ধব ঠাকরের এই আবেদন অস্বীকার করেছে। উদ্ধব ঠাকরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু উদ্ধব ঠাকরের সেই চেষ্টা বিফল হয়েছে বলেও সূত্রের খবর।

মধ্যস্থতাকারীর ভূমিকায় শিবসেনা সাংসদরা

শিবসেনার কিছু সাংসদ সম্প্রতি উদ্ধব ঠাকরেকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার আবেদন করেছিলেন। সেই সময় শিবসেনার সভাপতি তাঁদের বিজেপির সঙ্গে মধ্যস্থতা করার অনুরোধ করেছিলেন। জানা যায়, শিবসেনার সাংসদরা এই বিষয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করেন। উদ্ধব ঠাকরে তাঁদের বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য আবেদন করেন। শিবসেনা সাংসদরা বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কোনও ফল পাওয়া যায়নি। সেনা সাংসদরাও বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাননি।

উদ্ধব ঠাকরে ছাড়া শিবসেনায় আগ্রহী বিজেপি

শিবসেনার একদল কর্মী জানিয়েছেন, তাঁরা রশ্মি ঠাকরের বার্তা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে গিয়েছিলেন। জানা যাচ্ছে, বিজেপির তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই শিন্ডে শিবিরও উদ্ধব ঠাকরে ও তাঁর অনুগামীদের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না। যার জেরে ঠাকরে শিবির ও শিন্ডে শিবিরের মিল হওয়ার এখনও কোনও সম্ভাবনা নেই। সূত্রের খবর, বিজেপি উদ্ধব ঠাকরেকে ছাড়া শিবসেনার সমর্থন চাইছে। ২০১৯ সালে মহা বিকাশ আঘাদি জোট গঠনে যখন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ব্যস্ত ছিলেন, সেই সময় বার বার বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি বিজেপির আবেদনে কর্ণপাত করেননি। তারই প্রতিশোধ বিজেপি নিচ্ছে বলে জানা গিয়েছে।

Presidential election 2022: দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানিয়ে আজই দিল্লির পথে দুই তৃণমূল সাংসদPresidential election 2022: দ্রৌপদী মুর্মুকে সমর্থন জানিয়ে আজই দিল্লির পথে দুই তৃণমূল সাংসদ

More UDDHAV THACKERAY News  

Read more about:
English summary
Uddhav Thackeray tries to contact with Fadnavis to avoid big split in Shiv Sena
Story first published: Sunday, July 17, 2022, 15:35 [IST]