শেষ দুই দল হিসেবে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস

টি-২০ বিশ্বকাপের শেষ দু'টি স্থানে নিজেদের জায়াগা নিশ্চিত করে ফেলল জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস। টি-২০ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী বি গ্রুপের সেমিফাইনালে জয়ের সঙ্গে টি-২০ বিশ্বকাপের টিকিট অর্জন করে নিল এই দুই দেশ। শুক্রবার ঘরের মাঠে জিম্বাবোয়ে হারায় পাপুয়া নিউ গিনিকে। বুলাওয়ায়ো-র কুইন্স স্পোর্ট ক্লাবে পাপুয়া নিউ গিনিকে ২৭ রানে পরাজিত করে আইসিসি পূর্ণ সদস্য এই দেশটি।

নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ১৯৯/৫ রান তোলে জিম্বাবোয়ে। ওয়েসলে মাধেভীরা (৪২), ক্রেগ ইরভিন (৩৮), রেগিস চাকাওভা (৩০) রান পেয়েছেন। শেষের দিকে ঝোড়ো ইনিংস খেলেছেন সিন উইলিয়ামস (২২), মিল্টন শুম্বা (২৯*)। পাপুয়া নিউ গিনির হয়ে দু'টি করে উইকেট পান সেসে বাউ এবং চার্লস আমিনি। ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে পাপুয়া নিউ গিনি ভাল খেলতে পারেনি। একমাত্র টনি উরা (৬৬) দারুণ খেলেন। এ ছাড়া চার্লাস আমিনি করেন ৩১। জিম্বাবোয়ের হয়ে দু'টি উইকেট পান ব্লেসিং মুজারাব্বানি।

অপর খেলায় আমেরিকা'কে ৭ উইকেটে পরাজিত করে নেদারল্যান্ডস। ১৯.৪ ওভারে প্রথমে ব্যাটিং করা আমেরিকার ইনিংস সমাপ্ত হয় ১৩৮ রানে। দলটির হয়ে সর্বাধিক ৩২ রান করেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। ডাচ দলটির হয়ে দু'টি করে উইকেট পান বাস দি লিডি এবং ভান মিকিরান। ১৩৯ রান তাড়া করতে নেমে ১৯ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয় নেদারল্যান্ডস। বাস দি লিডি ৬৭ বলে ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন। আমেরিকার হয়ে ভাল বোলিং করেন ক্যামেরুন স্টিভেনসন। তাঁর বোলিং ফিগার ৪-০-২৩-১। এই ম্যাচ খেলা হয় বুলাওয়ায়ো-র বুলাওয়ায়ো অ্যাথেলেটিক ক্লাবে ম্যাচটি আয়োজিত হয়।

রবিবার টি-২০ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জনকারী বি গ্রুপের ফাইনাল ম্যাচে বুলাওয়ায়ো-র কুইন্স স্পোর্ট ক্লাবে মুখোমুখি হবে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস।

More ZIMBABWE News  

Read more about:
English summary
Zimbabwe and Netherlands qualify for the ICC T20 World cup 2022. Both the team will play the final of qualifier B on Sunday but the game does not have any real value because the final two spot is achieved by these two teams.