|
আফ্রিদিকে ভুল প্রমাণ করলেন বিরাট
আফ্রিদি এমনটাও বলেছিলেন, বিরাট বাবরের টুইটে প্রতিক্রিয়া জানাবেন বলে তাঁর মনে হয় না। আফ্রিদির সেই ধারণা অবশ্য ভুল প্রমাণিত হয়েছে। ১৪ জুলাই ভারত-ইংল্যান্ড দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে বিরাট ১৬ রানে আউট হন। খেলাটি শেষ হয়েছিল ভারতে ঘড়ির কাঁটা মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর। ফলে ১৫ জুলাই শুরু হয়ে গিয়েছিল। বাবর আজম তখন পাকিস্তান দলের সঙ্গে শ্রীলঙ্কায়। রাত ১২টা ২৯ মিনিটে বাবর টুইটে লেখেন, এই সময় কেটে যাবে। শক্ত থাকতে হবে। খারাপ সময়ে ক্রিকেটারের মানসিক অবস্থার কথা অনুভব করেই তিনি যে বিরাটের প্রতি সমর্থন, পাশে থাকার বার্তা দেন সে কথা উল্লেখ করেছিলেন গতকাল গলে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে।
|
বাবর আজমকে শুভেচ্ছা
আজ গল টেস্টে শ্রীলঙ্কা ১৩৩ রানে ৮ উইকেট হারিয়েও প্রথম ইনিংসে ২২২ রানে পৌঁছেছে। শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট নিয়েছেন। জবাবে খেলতে নেমে দিনের শেষে পাকিস্তান দাঁড়িয়ে ২ উইকেটে ২৪ রানে। আজহার আলির সঙ্গে ক্রিজে ১ রানে অপরাজিত রয়েছেন বাবর। আজ ভারতীয় সময় বিকেল ৫টা ৯ মিনিটে বাবরকে তাঁর টুইটের জন্য ধন্যবাদ জানান বিরাট। কোহলি টুইটে পাক অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্থান কামনা করেন। বিরাট লেখেন, "Thank you. Keep shining and rising. Wish you all the best"। সঙ্গে করতালির একটি ইমোজিও জুড়ে দেন। যা দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত ক্রিকেটপ্রেমীরা।
শেষ সুযোগ বিশ্বকাপে?
বিরাট কোহলির ঘনঘন বিশ্রাম নেওয়ার প্রবণতায় নির্বাচকরা যে মোটেই সন্তু্ষ্ট নন, সেটাও ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে। একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এক নির্বাচক (যাঁর নাম প্রকাশ করা হয়নি) বলেছেন, সাফল্যের পাশাপাশি ব্যর্থতা আসে। সেটা বিরাটের কেরিয়ারে চলছে। কিন্তু দলের স্বার্থ দেখলে কেউই অপরিহার্য নন। অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারার মতো অনেকেই বাদ পড়েছেন। বিরাট কোহলি ফিট থাকলে টি ২০ বিশ্বকাপের দলে থাকবেন। কিন্তু সেটাই হবে তাঁর শেষ সুযোগ। কেন না, দলের ভালোটাও আমাদের দেখতে হবে। বিরাট কোহলি ফর্মে না ফিরলে তাঁকেও ঘরোয়া ক্রিকেট খেলে ফর্মে ফিরতে বলা হবে। তবে বিরাট কোহলিকে যে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাদ দেওয়া হয়নি সেটাও স্পষ্ট করেছেন ওই নির্বাচক। তিনি বলেন, বিরাট যে বিশ্রাম নেওয়ার অনুমতি চেয়েছিলেন সেটা বোর্ড মেনে নিয়েছে। বিরাট ভারত তথা বিশ্ব ক্রিকেটের এক সম্পদ। দলে বিরাট যাতে নিরাপত্তাহীনতার ভয়ে আক্রান্ত না হন সেজন্য তাঁকে পর্যাপ্ত সুযোগই দেওয়া হবে।
শতরানের খরা
ম্যানচেস্টারে বিরাট কোহলি শতরান না পেলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর শতরানের খরা ১০০০ দিনে পৌঁছে যাবে। বিরাট ৭০টি আন্তর্জাতিক শতরান করেছিলেন ৪১১৪ দিনে। কিন্তু ২০১৯ সালের কলকাতা টেস্টের পর থেকে শতরান পাননি, দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে ৯৬৬ দিন। গত টি ২০ বিশ্বকাপের পর থেকে বিরাট বিশ্রামে কাটাতে চলেছেন মোট ২৩টি ম্যাচে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিনটি টি ২০ আন্তর্জাতিক ও প্রথম টেস্ট খেলেননি। দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্ট খেলতে পারেনি চোটের কারণে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি ২০, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচের টি ২০ সিরিজ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজেও বিশ্রামে কাটিয়েছেন। কুঁচকির চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলেননি। ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি একদিনের আন্তর্জাতিক ও পাঁচটি টি ২০-তেও খেলবেন না। জিম্বাবোয়েতে ভারত দ্বিতীয় সারির দল পাঠাবে, তাতেও স্বাভাবিকভাবেই থাকবেন না কোহলি। কালকের ম্যাচের পর বিরাট পরিবারের সঙ্গে ছুটি কাটাবেন। অগাস্টের শুরুতে নামবেন অনুশীলনে।