শ্রীলঙ্কার ক্রিকেটার চামিকা করুণারত্নে ভারতের প্রতি কৃতজ্ঞ, গাড়িতে তেল ভরতে পাম্পে অপেক্ষা ২ দিন ধরে

শ্রীলঙ্কায় চলছে চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কট। জ্বালানি-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম। দেশের নাগরিকরা বাধ্য হয়ে রাজনৈতিক ব্যানার ছাড়াই যে আন্দোলন শুরু করেছে তাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। পদত্যাগী প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংঘে অন্তর্বর্তী রাষ্ট্রপতি পদে রয়েছেন পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত। তবে সঙ্কটের হাত থেকে কবে মুক্তি পাবেন তা জানেন না দেশের নাগরিকরা।

সঙ্কটের মধ্যেই ক্রিকেট

শ্রীলঙ্কায় নজিরবিহীন সঙ্কটের মধ্যে চলছে ক্রিকেট। আন্দোলনের আঁচ যখন গিয়ে পড়েছে রাষ্ট্রপতি ভবনে তখনই গলে দ্বিতীয় টেস্টে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ ১-১ ড্র রেখেছে দিমুথ করুণারত্নের দল। শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও আজ থেকে প্রথম টেস্ট নির্বিঘ্নেই শুরু হয়েছে। এরই মধ্যে শ্রীলঙ্কার একটি পেট্রোল পাম্পে গাড়িতে জ্বালানি ভরার জন্য ২ দিন ধরে অপেক্ষা করতে হলো শ্রীলঙ্কার সাদা বলের দলের নিয়মিত ক্রিকেটার চামিকা করুণারত্নেকে।

ভারতের প্রতি কৃতজ্ঞতা

শ্রীলঙ্কার সঙ্কটে ভারত যেভাবে দ্বীপরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে তাতে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কৃতজ্ঞতা জানিয়ে ভারতকে ব্রাদার কান্ট্রি বলে সম্বোধন করেছেন চামিকা। তিনি বলেন, ভারত আমাদের প্রভূত সাহায্য করছে। ধন্যবাদ জানাতেই হবে। দেশবাসী যখন অত্যন্ত কষ্ট-দুর্দশার মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছেন, তখন লাগাতার আমাদের পাশে রয়েছে ভারত। এমনভাবে সমর্থন পেলে আমাদের দেশের পরিস্থিতি নিশ্চিতভাবেই উন্নত হবে।

সমস্যায় জাতীয় দলের ক্রিকেটার চামিরা

দেশের জ্বালানি সঙ্কটে ব্যাহত হচ্ছে তাঁর অনুশীলনও। আগামী মাসে এশিয়া কাপ শ্রীলঙ্কাতেই হওয়ার কথা। কিন্তু তার প্রস্তুতি নিতে বেশ বেগ পেতে হচ্ছে চামিকাকে। তিনি বলেছেন, প্র্যাকটিসের জন্য আমাকে কলম্বোয় যেতে হবে। ক্লাব ক্রিকেটের মরশুম চলছে, বিভিন্ন জায়গায় খেলতে যেতে হবে। সামনেই রয়েছে এশিয়া কাপ এবং লঙ্কা প্রিমিয়ার লিগ। দেশে জ্বালানি সঙ্কট চরমে। ভাগ্য ভালো দুই দিন ধরে অপেক্ষার পর গাড়িতে ১০ হাজার টাকার তেল ভরতে পেরেছি। যদিও তা দিন দুই-তিন চলবে। জ্বালানি সঙ্কটের ফলে অনুশীলনেও যেতে পারছি না। অনুশীলনে না গিয়ে গাড়িতে পেট্রোল ভরতে দুই দিন পাম্পেই কাটিয়ে দিতে হলো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে আমরা ভালো করেছি। এশিয়া কাপের জন্যও আমরা প্রস্তুত। দেশের শীর্ষ পদে দেশবাসী যোগ্য ব্যক্তিতে বসাতে সক্ষম হলে আন্তর্জাতিক সহযোগিতা আদায় করে শ্রীলঙ্কা চেনা ছন্দে ফিরবে বলেও আশাবাদী চামিকা।

চামিকার কেরিয়ার

চামিকার শ্রীলঙ্কা দলে অভিষেক হয় ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যানবেরা টেস্টে। একটিই টেস্ট খেলেছেন। একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিকে অভিষেক হয় গত বছর। ১৮টি একদিনের আন্তর্জাতিক খেলেছেন, রান করেছেন ৩৭৬, ১৬টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। টি ২০ আন্তর্জাতিকে ২৫টি ম্যাচে ১৫৯ রান করেছেন, উইকেট নিয়েছেন ১১টি। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে তাঁর রান ছিল যথাক্রমে ০, অপরাজিত ১৪ ও ৭। অস্ট্রেলিয়া টি ২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও শ্রীলঙ্কা একদিনের সিরিজে ঘুরে দাঁড়ায়। পাঁচ ম্যাচের সিরিজ জেতে ৩-২ ব্যবধানে। চামিকা ব্যাট হাতে রান করেন যথাক্রমে ৭, ১৮, অপরাজিত ০, ৭, ৭৫ ও ২৭। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ৪৭ রানের বিনিময়ে তিনটি ও চতুর্থ একদিনের আন্তর্জাতিকে ১৯ রানে দুই উইকেট নেন। শ্রীলঙ্কা একাদশের হয়ে সফররত পাকিস্তানের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ২৭ রান করেন, বল হাতে উইকেট পাননি। আর তারপরই গিয়ে দাঁড়াতে হয় পেট্রোল পাম্পে।

#WATCH | Sri Lankan cricketer Chamika Karunaratne speaks to ANI; says, "We've to go for practices in Colombo&to different other places as club cricket season is on but I've been standing in queue for fuel for past 2 days. I got it filled for Rs 10,000 which will last 2-3 days..." pic.twitter.com/MkLyPQSNbZ

— ANI (@ANI) July 16, 2022

(প্রচ্ছদের ছবি- এএনআই)

More SRI LANKA News  

Read more about:
English summary
Sri Lankan Cricketer Chamika Karunaratne Waits In A Long Queue At Fuel Station For Two Days. He Calls India As Brother Country For Helping A Lot.