পরিবারকে নিয়ে ছুটিতে
লন্ডনেই থাকবেন নাকি অন্য কোনও জায়গায় বিরাট ছুটি কাটাবেন তা স্পষ্ট নয়। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে বিরাট স্ত্রী ও কন্যাকে নিয়ে কয়েক দিন ছুটি কাটাতে চলে গিয়েছিলেন। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজেও তিনি খেলেননি। ছবি দেখে মনে হয়েছিল বিরাট মালদ্বীপে গিয়েছিলেন। এবারও তিনি ঠিক কোথায় ছুটি কাটাবেন তা জানা যাচ্ছে না। অনেকেই মনে করছেন, ক্রিকেট থেকে কিছুদিন দূরে থাকলে সেটা বিরাটের ক্ষেত্রে ইতিবাচকই হবে। যেমনটা হয়েছিল হার্দিক পাণ্ডিয়ার ক্ষেত্রে। মাস পাঁচেকের ব্রেকের পর পাণ্ডিয়া দারুণভাবে কামব্যাক করেছেন আইপিএল ও জাতীয় দলে। বিরাট অবশ্য টি ২০ বিশ্বকাপের আগে পাঁচ মাসের ছুটি পাবেন না।
ফর্মে ফিরতে ইতিবাচক হবে?
সূত্রের খবর, পরিবারকে নিয়ে ছুটি কাটিয়ে অগাস্টের ১ তারিখ বিরাট ফের ব্যাট হাতে অনুশীলনে নামার পরিকল্পনা করেছেন। তাঁর আগে পরিবারকে নিয়ে ছুটি কাটিয়ে তিনি মানসিকভাবে চাঙ্গা হতে চাইছেন। ফর্মে নেই, লাগাতার ব্যর্থতা, দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠা, সমালোচনা বিরাটকে চাপেই রেখেছে। ম্যানচেস্টারে বড় রান পেলে ছুটিতে যাওয়ার আগে তা যেমন তাঁকে নিশ্চিন্ত করতে পারে, তেমনই ফর্মে ফিরলে সেটা তাঁর পক্ষে স্বস্তিদায়কও হবে। তবে এশিয়া কাপের আগে বিরাটকে ক্রিকেট মাঠে দেখা যাবে না। যদি কেন্দ্রীয় সরকারের অনুরোধ রক্ষা করে বিসিসিআই ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ আয়োজন করে তাহলে সেটি খেলে বিরাট এশিয়া কাপে নামবেন।
|
ধর্মলোচনায় মানসিক ক্লান্তি দূর?
বিরাট কোহলি যে মানসিক ক্লান্তি মেটাতে সক্রিয় তা দেখা গিয়েছে একটি পোস্টে। সম্প্রতি গো ধার্মিক নামে একটি সংগঠনের তরফে পোস্টে দেখা গিয়েছে বিরাট স্ত্রী অনুষ্কাকে নিয়ে লন্ডনে এই সংগঠনের প্রতিষ্ঠাতা হনুমান দাস জিডির সঙ্গে দেখা করেছেন। তাঁদের একান্তে কথা বলতে দেখা গিয়েছে। সহানুভূতি, দয়া ও ভালোবাসা বিলিয়ে দেওয়ার বার্তা নিয়ে অসাধারণ আলোচনাও হয়েছে বলে পোস্টে উল্লেখ।লন্ডনে কৃষ্ণ দাসের কীর্তনের অনুষ্ঠান ছিল। সেখানেই গিয়েছিলেন বিরুষ্কা। কৃষ্ণ দাস বিশ্বের বিভিন্ন দেশে কীর্তন পরিবেশন করেন। ২৫টিরও বেশি সিডি, ডিভিডি, বই ও স্পোকেন ওয়ার্ডের রেকর্ডিং রয়েছে। ফর্মে ফিরতে বিরাটের কীর্তন শোনা এখন রীতিমতো ভাইরাল। ফলে জল্পনা, মানসিকভাবে শক্তিশালী হয়ে মাঠে ফর্মে ফিরতে বিরাট ধর্মালোচনার পথও আঁকড়ে ধরেছেন।
ইঙ্গিতবাহী পোস্ট
এরই মধ্যে বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, পারস্পেক্টিভ। যার অর্থ দৃষ্টিকোণ। বিরাটের ইঙ্গিতবাহী এই পোস্টের ছবিতে দেখা যাচ্ছে বিরাট একটি ছবির সামনে বসে রয়েছেন, যেখানে দেখা যাচ্ছে পাখির দুটি ডানা। সেই ছবিতে লেখা রয়েছে, "What if I fall? Oh but my darling, what if you fly?" এই উদ্ধৃতির মাধ্যমে বিরাট বুঝিয়ে দিয়ে চাইলেন, যে যা-ই বলুন না কেন, ছন্দে ফিরতে তিনি যে প্রসেস বা প্রক্রিয়া অবলম্বন করছেন তা থেকে তিনি সরছেন না।