কে হবেন দলের তরফে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী? প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে গুরুত্ব বৈঠক বিজেপির

দুদিন পরে দেশে রাষ্ট্রপতি নির্বাচন। বিজেপির তথা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুই যে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তা কার্যত নিশ্চিত। এবার উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচনের (Election) পালা। যা পরিস্থিতি, সেখানেও বিজেপি তথা এনডিএ-র পছন্দের প্রার্থীই নির্বাচিত হবেন, ধরেই নেওয়া যায়। সেই উপ রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বাছাই করতে এদিন সন্ধেয় বৈঠকে বসছে বিজেপি (BJP)।

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে বৈঠক

দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে বৈঠকে বসতে চলেছে বিজেপি। এদিন সন্ধেয় দিল্লিতে হবে সেই বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলের সর্বভারত সভাপতি জেপি নাড্ডার মতো নেতারা সেই বৈঠকে যোগ দেবেন। প্রার্থী বাছাইয়ের পরে তা শিরকদের জানানো হবে বলে খবর সূত্রের।
এই বৈঠকের পরে বিজেপির সংসদীয় দলের বৈঠক হবে। যেখানে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি তথা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়া নিয়ে সাংসদদের খুঁটিনাটি বুঝিয়ে বলা হতে পারে। প্রসঙ্গত বলা যেতে পারে রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর জয় কেবলমাত্র সময়ের অপেক্ষা।

এবার উপরাষ্ট্রপতি পদেও কি বিজেপিরই কেউ?

রাষ্ট্রপতি পদের জন্য বিজেপি বেছে নিয়েছে তাঁদের দলেরই আদিবাসী মহিলা দ্রৌপদী মুর্মুকে। যার জেরে অনেক বিরোধী শাসিত রাজ্যও কার্যল ঘায়েল। বিরোধী জোটের যশবন্ত সিনহা নয়, তারা দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার কথা জানিয়েছে। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনেই বিজেপিদলেরই কাউকে বেছে নেয় কিনা তারই অপেক্ষায় সবমহল। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে বিজেপি এবার উপরাষ্ট্রপতি পদে দাঁড় করাতে পারে মুক্তার আব্বাস নাকভিকে। আবার কোনও কোনও মহল থেকে কেরলের বর্তমান রাজ্যপাল আরিফ মহম্মদ খানের নামও উঠে আসছে।

২০১৭-তে চমক দিয়েছিল বিজেপি

২০১৭-তে চমক দিয়েছিল বিজেপি। রাষ্ট্রপতি পদে তৎকালীন বিহারের রাজ্যপাল রাম নাথ কোবিন্দ এবং উপরাষ্ট্রপতি পদে দলেরই প্রাক্তন সভাপতি, তথা প্রবীণ সাংসদ বেঙ্কাইয়া নাইডুকে বেছে নিয়েছিল গেরুয়া শিবির।রামনাথ কোবিন্দ এবং বেঙ্কাইয়া নাইডু উভয়েই দেশের দুটি সর্বোচ্চ সাংবিধানিক পদে খুব সহজেই জয়লাভ করেছিলেন। তারপর ৫ বছর অতিবাহিত।

উপরাষ্ট্রপতি নির্বাচনে আগেই এগিয়ে বিজেপি

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন, লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। বর্তমানে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৭৮০ জন সংসদের মধ্যে বিজেপির একারই রয়েছে ৩৯৪ জন। যা ৭৮০-র অর্ধেকের বেশি। এছাড়ও রয়েছেএনডিএ-র অন্য শরিক দলগুলি। বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট। উপ রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিথ ১৯ জুলাই। যদি বিরোধীরা প্রার্থী
দেয় তাহলে নির্বাচন হবে ৬ অগাস্ট।

দেশ জোড়া সংকটের মধ্যে শ্রীলঙ্কার সংসদে অধিবেশন! ঐতিহাসিক প্রথম প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাইদেশ জোড়া সংকটের মধ্যে শ্রীলঙ্কার সংসদে অধিবেশন! ঐতিহাসিক প্রথম প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

More BJP News  

Read more about:
English summary
BJP's parliamentary board will meet to choose Vice presidential candidate in presence of PM Modi