ম্যানচেস্টারের মহারণই ঠিক করবে ODI সিরিজ কার! ভারত না ইংল্যান্ড, পরিসংখ্যানে ফেভারিট কারা?

এজবাস্টন টেস্ট ইংল্যান্ড জেতায় টেস্ট সিরিজ শেষ হয়েছে ২-২ অবস্থায়। প্রথম দুটি ম্যাচ জেতার পর টি ২০ সিরিজ ভারতের দখলে গিয়েছে, তবে শেষ ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড। একদিনের সিরিজ এখন ১-১। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে কাল ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে সিরিজ নির্ণায়ক তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিক। পরিসংখ্যানের নিরিখে অবশ্য ফেভারিট জস বাটলাররাই। ১৯৮৩ সালের পর থেকে ইংল্যান্ডকে এখানে একদিনের আন্তর্জাতিকে ভারত হারাতে পারেনি। টি ২০ আন্তর্জাতিকে দুটি সাক্ষাতের ফল ১-১, ২০১১ সালে ইংল্যান্ডের কাছে হারলেও ২০১৮ সালে জেতে ভারত। গত বছর এখানেই ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট হওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় দলে করোনা সংক্রমণের জেরে টেস্টটি স্থগিত হয়ে যায়।

পরিসংখ্যান-অস্বস্তি ভারতের

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত ১১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ৫টিতে জিতেছে, হেরেছে ৬টিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছে চারটি, হার তিনটিতে। ভারত এখানে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে দুবার করে হারিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচ খেলে সেটিতে পরাস্ত হয়েছে। নিউজিল্যান্ড দুটি ম্যাচের দুটিতেই ওল্ড ট্রাফোর্ডে হারিয়েছে ভারতকে। ১৯৮৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে হারিয়েছিল। কিন্তু তারপর থেকে এই মাঠে আর ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি ভারত। বিশ্বকাপের ওই ম্যাচটির পর ১৯৮৬ ও ১৯৯৬ সালে যথাক্রমে কপিল দেব ও মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারত ওল্ড ট্রাফোর্ডে একদিনের সিরিজের ম্যাচে পরাস্ত হয় ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতও ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যায়, সাত ম্যাচের সিরিজের ওই ম্যাচটিতে জিতে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল পল কলিংউডের দল।

ট্র্যাক রেকর্ড ভালো নয়

১৯৮৩ সালের বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে ভারত প্রথম জয়টি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওই বিশ্বকাপের সেমিফাইনালে এখানেই কপিল দেবের নেতৃত্বাধীন ভারত হারায় ইংল্যান্ডে। এই মাঠে ভারত তৃতীয়বার একদিনের আন্তর্জাতিকে জয়ের স্বাদ পেয়েছিল ১৯৯৯ সালের বিশ্বকাপে। মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারত পাকিস্তানকে হারিয়েছিল। ভারত এরপর ফের এই মাঠে জয়ের মুখ দেখে ২০১৯ সালের বিশ্বকাপে। পাকিস্তানকে বিরাট কোহলির ভারত ডাকওয়ার্থ-লুইস মেথডে হারিয়েছিল ৮৯ রানে। সেই বিশ্বকাপে এখানে ভারত ওয়েস্ট ইন্ডিজকে হারায় ১২৫ রানে। তবে ম্যানচেস্টারের এই মাঠেই ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল।

একনজরে ব্যক্তিগত পরিসংখ্যান

ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান সর্বাধিক রান করেছেন ১৩ ম্যাচে ৪৫৬, সর্বাধিক ১৪৮, একটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে। আর ৩২ রান করলে এই মাঠে একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক হয়ে যাবেন জনি বেয়ারস্টো। তিনি ৮টি ম্যাচে ২টি করে শতরান ও অর্ধশতরান হাঁকিয়ে ৪২৫ রান করেছেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এখানে ৮ ম্যাচে ১৯৯ রান করেছেন। জো রুটের রয়েছে ৮ ম্যাচে ১৮৬ রান। ভারতীয়দের মধ্যে এখানে সর্বাধিক রান রয়েছে রোহিত শর্মার। হিটম্যান এখানে তিনটি ম্যাচ খেলেছেন, একটি শতরান-সহ ১৫৯ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৪০। বিরাট কোহলি তিনটি ম্যাচে ম্যানচেস্টারে ১৫০ রান করেছেন। সর্বাধিক স্কোর ৭৭। এখানে বিরাটের দুটি অর্ধশতরান রয়েছে।

সম্ভাব্য একাদশ

চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ওভালে ভারত ইংল্যান্ডকে হারিয়েছিল ১০ উইকেটে, ১১০ রানে অল আউট করে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ১৮৮ বল বাকি থাকতেই। এরপর লর্ডসে ভারত ২৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪৬ রানে গুটিয়ে যায়, ইংল্যান্ড ১০০ রানে জিতে সিরিজে সমতা ফেরায়। কালকের ম্যাচে দুই দলই প্রথম একাদশ অপরিবর্তিত রাখবে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ড ইতিমধ্যেই ভাইটালিটি ব্লাস্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলার জন্য ছেড়ে দিয়েছে হ্যারি ব্রুক, ফিল সল্ট ও ম্যাট পার্কিনসনকে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ ও যুজবেন্দ্র চাহাল।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ডেভিড উইলি, ক্রেগ ওভার্টন, ব্রাইডন কার্স, রিস টপলি

More ROHIT SHARMA News  

Read more about:
English summary
England vs India 3rd ODI To Decide Fate Of The Series At Old Trafford In Manchester. Both Sides Will Not Change Their First XI.
Story first published: Saturday, July 16, 2022, 17:45 [IST]