সবাইকে ছাপিয়ে সেরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যতই প্রশ্ন উঠুক সংসদ কটা বক্তব্য রেখেছেন, কদিন তিনি সংসদে গিয়েছেন, পরিসংখ্যান কিন্তু বলছে প্রশ্ন করে সংসদে সবার সেরা তকমা আদায় করে নিয়েছেন তিনিই। লোকসভায় সর্বাধিক প্রশ্ন করে বিজেপির সুকান্ত মজুমদার ছিনিয়ে নিয়েছেন সেরা সাংসদের তকমা।
বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাংসদ হিসেবে লোকসভায় উপস্থিতি ৭০ শতাংশ। বালুরঘাটের এই সাংসদ লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সর্বাধিক প্রশ্ন করেছেন। তিনি তাঁর ৭০ শতাংশ উপস্থিতিতে একাই ৪৪৪টি প্রশ্ন করেছেন। তাঁর বেশিরভাগ প্রশ্নই সংখ্যালঘু বিষয়ক, ন্যাশনাল এডুকেশন পলিসি বিষয়ক, কর্মসংস্থান, মহিলা ক্ষমতায়নের উপরেই তিনি বেশি প্রশ্ন করেছেন।
দ্বিতীয় স্থানেও রয়েছেন বিজেপির সাংসদ। বিজেপির জামশেদপুরের সংসদ বিদ্যুৎবরণ মাহাতো লোকসভার অধিবেশনে নজর কেড়েছেন। ১৭তম লোকসভায় ৪৩৭টি প্রশ্ন করে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। গত শীতকালীন অধিবেশনে তিনি ৪৪টি প্রশ্ন করেন একাই। লোকসভায় তাঁর উপস্থিতি ছিল ৮৩ শতাংশ। অর্থাৎ সুকান্ত মজুমদারের থেকেও তাঁর উপস্থিতি ছিল বেশি।
তৃতীয় স্থানে শিবসেনার শ্রীরঙ্গ বার্নে। মহারাষ্ট্রের শিবসেনার সাংসদ ৪৩৫টি প্রশ্ন করেছেন। তাঁর উপস্থিতির হার ছিল নজরকাড়া। তিনি ৯৬ শতাংশ উপস্থিতি রেখে চমকে দিয়েছেন। এছাড়া এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে তাঁর ভাষণে উল্লেখযোগ্য নজর কেড়েছেন। মহারাষ্ট্রের বারামতির এই সাংসদ মোট ৪৩০টি প্রশ্ন করেছেন। তাঁর উপস্থিতি হার ৯২ শতাংশ। তিনি গত লোকসভায় সর্বাধিক প্রশ্ন করে প্রথম স্থান অধিকার করেছিলেন।
লোকসভায় প্রশ্নোত্তর পর্বে সবথেকে নজরকাড়া রাজ্য হল মহারাষ্ট্র। মহারাষ্ট্রের মোট ৪৯ জন সাংসদ। তাঁরা এবারের লোকসভায় মোট প্রশ্ন করেছেন ১০ হাজার ৯৩২টি। উত্তরপ্রদেশের মোট ৮০ জন সংসদ থাকা সত্ত্বেও মোট প্রশ্নে তাঁরা অনেক পিছিয়ে। উত্তরপ্রদেশের ৮০ জন সাংসদ মাত্র ৬ হাজার ১৬৩টি প্রশ্ন করেছেন। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একমাত্র কংগ্রেস সাংসদ একাই ৪১৪টি প্রশ্ন করে বিশেষ নজর কেড়েছেন।
লোকসভায় সাংসদদের প্রশ্নে মহারাষ্ট্র অগ্রগণ্য রয়েছে. তারপরে রয়েছে রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ত্রিপুরা, কেরালার সাংসদরা। তবে অনেকটা পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। সবথেকে কম প্রশ্ন করেছেন হিমাচল প্রদেশ, মণিপুর ও মিজোরামের সাংসদরা। তবে উপস্থিতির হারে হিমাচল প্রদেশ ও অরুণাচল প্রদেশের সাংসদদের লোকসভায় উপস্থিতির হার সবথেকে বেশি। পরিসংখ্যান যথাক্রমে ৯৪.৫ ও ৯৪ শতাংশ। তৃতীয় স্থানে আছে রাজস্থান ৯১.৬ শতাংশ। পশ্চিমবঙ্গের সাংসদদের উপস্থিতির হার ৬৫.৩ শতাংশ।