উপ-রাষ্ট্রপতি হিসাবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে মনোনয়ন বিজেপি'র

বড় চমক বিজেপি'র। গত কয়েকদিন আগেই রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মু'র নাম ঘোষণা করে কার্যত চমকে দিয়েছিল বিজেপি। এবার উপরাষ্ট্রপতি পদেও চমক মোদী-শাহের। প্রার্থী হিসাবে বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করা হল। দেশে'র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে কৃষক পরিবারের সন্তানের উপরেই ভরসা করল বিজেপি।

আজ শনিবারই দিল্লি উড়ে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা হয়। আর এরপর সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনখড়ে'র নাম ঘোষণা করা হল।

আজ দিল্লিতে বিজেপি'র সংসদীয় বোর্ডের বৈঠক ছিল। আর এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতীন গড়করি, রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। এমনকি ছিলেন রাষ্ট্রীয় মহাসচিব বিএল সন্তোষ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের মতো নেতারাও। প্রায় দীর্ঘক্ষণ ধরে এই বৈঠক হয়। আর এই বৈঠকের পরেই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

NDA's candidate for the post of Vice President of India to be Jagdeep Dhankhar: BJP chief JP Nadda pic.twitter.com/RYIeIP7Nug

— ANI (@ANI) July 16, 2022

তিনি বলেন, এই বৈঠকে এনডিএ'র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে আলোচনা হয়েছে। একাধিক নাম নিয়ে আলোচনা হয়েছে। তবে সর্বশেষ জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে এনডিএ প্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছে। দলমত নির্বিশেষে সবার সমর্থন উনি পাবেন বলেই এদিন জানান নাড্ডা। ইতিমধ্যে বঙ্গ বিজেপির তরফে এহেন সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

বলে রাখা প্রয়োজন, একাধিক ইস্যুতে রাজভবন-নবান্ন সংঘাত দেখা গিয়েছে। বারবার রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জগদীপ ধনখড়। এই অবস্থায় গত কয়েকদিন আগেই দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হন জগদীপ। কয়েক ঘন্টা ধরে তাঁদের বৈঠক হয়।

এমনকি সেই বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও ছিলেন। যদিও এই বৈঠক নিয়ে কোনও মন্তব্য করেনি মুখ্যমন্ত্রী। শুধু জানিয়েছিলেন, চায়ের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাজনীতি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।

যদিও উপ রাষ্ট্রপতিকে তৃণমূলের সমর্থন নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে বিজেপি তথা এনডিএ-র কাছে সাংসদ সংখ্যা যথেষ্ট রয়েছে। ফলে হিসাব বলছে তাতে জগদ্বীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি হওয়া কার্যত নিশ্চিত। তবে জরুরি একটি বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সমস্ত সাংসদদের উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

More JAGDEEP DHANKHAR News  

Read more about:
English summary
NDA's candidate for the post of Vice President of India to be