পাখির চোখ বাংলা
১৯ শে হাফ ২১ শে সাফ! ১৮টি লোকসভা আসন বাংলায় বিজেপি জিতলেও বিধানসভায় মুখ থুবড়ে পড়েছে। কাজে আসেনি স্লোগান। এই অবস্থায় বাংলায় নড়ে গিয়েছে বিজেপি'র মাটিও। গোষ্ঠী কোন্দল, দলে বিদ্রোহ স্পষ্ট হয়ে উঠেছে। সংগঠনেও তথৈবচ অবস্থা। এর মধ্যে শুভেন্দু অধিকারীর দাবি বাংলায় লোকসভায় বিজেপি এবার নাকি ৩৬টি আসন পাবে। এই অবস্থায় লোকসভা'য় বাংলায় কতটা আসা বঙ্গ বিজেপির? এবার সেটাই বুঝতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব?
বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া
কলকাতায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। বছরখানেক কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। হয়েছেন কেন্দ্রীয়মন্ত্রীও। সূত্রে'র খবর, অন্যতম ভরসার নেতা অল্প দিনেই হয়ে উঠেছেন জ্যোতিরাদিত্য। এবার তাঁকেই পাঠানো হচ্ছে বাংলায়। জানা যাচ্ছে, আঘামী ২১ জুলাই কলকাতা আসছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। তাৎপর্যপূর্ণ ভাবে সেদিনই তৃণমূলের শহিদ দিবস রয়েছে। জ্যোতিরাদিত্য কলকাতায় কয়েকদিন থাকবেন বলেই খবর। সাংগঠনিক বৈঠকের পাশাপাশি কয়েকটি কর্মসূচি রয়েছে বলেই খবর।
দমদম লোকসভার দায়িত্ব
১৪৪টি আসন গোটা দেশ থেকে বেছে নেওয়া হয়েছে। যেখানে গত লোকসভায় বিজেপি যেতে নি। এমনকি শরিক দল জেতেনি। এছাড়াও আরও বেশ কয়েকটি আসন রয়েছে। সেগুলিকে এবার পাখির চোখ করেছে বিজেপি। সেই তালিয়ায় বাংলারও বেশ কয়েকটি লোকসভা আসন রয়েছে। সেই সমস্ত আসনের দায়িত্বে একজন করে কেন্দ্রীয় নেতা'র উপর দায়িত্ব দেওয়া হবে বলে বিজেপি সূত্রে খবর। আর সেই লক্ষ্যেই জ্যোতিরাদিত্যকে দমদম লোকসভার দায়িত্ব দেওয়া হছে বলে খবর।
ঘুরে গিয়েছেন স্মৃতি ইরানি
সম্প্রতি হাওড়ায় এসে কার্যত পড়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। সেখানে সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি জেলাজুড়ে ঘুরে বেরিয়েছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন। এমনকি মিছিলও করেছেন। এবার বাংলায় আসছেন আরও এক কেন্দ্রীয় মন্ত্রী। তবে দমদম তৃণমূল শক্তঘাঁটি। দীর্ঘদিন ধরে সৌগত রায় এই কেন্দ্রের সাংসদ। ফলে এই বিষইয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল নেতৃত্ব।