শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সেরা আইআইটি চেন্নাই
কেন্দ্র সরকারের ব়্যাঙ্কিং অনুযায়ী সামগ্রিকভাবে আইআইটি চেন্নাই প্রথম স্থানে রয়েছে। আইআইএসসি বেঙ্গালুরু দ্বিতীয় স্থানে রয়েছে। আইআইটি বোম্বে তৃতীয় স্থানে রয়েছে। দেশের সেরা ইঞ্জিনিয়াংরিং কলেজ হিসেবেও আইআইটি মাদ্রাজ রয়েছে। তবে ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে আইআইটির জায়গা কেউ ছিনিয়ে নিতে পারেনি। দেশের সেরা তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে আইআইটি নিজের জায়গা করে নিয়েছে। দেশের সেরা দ্বিতীয় ও তৃতীয় ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে রয়েছে আইআইটি বোম্বে ও আইআইটি দিল্লি।
দেশের সেরা বিশ্ববিদ্যালয়
দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমেই রয়েছে আইআইএসসি বেঙ্গালুরু। এই বিশ্ববিদ্যালয় বিজ্ঞানভিত্তিক গবেষণা কাজের জন্য বিশ্বে নিজের জায়গা করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব়্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে জেএনইউ। বার বার সংবাদ বা বিতর্কের শিরোনামে জায়গা করে নিলেও, পড়াশোনা বা গবেষণার দিক থেকে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে জেএনইউ নিজের জায়গা করে নিয়েছে। তৃতীয় জায়গা করে নিয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।
ফার্মাসিউটিক্যাল বিভাগে এগিয়ে কোন প্রতিষ্ঠান
ফার্মাসিউটিক্যাল বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সেরা হয়েছে জামিয়া হামদর্দ, দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, হায়দরাবাদ। পঞ্জাব বিশ্ববিদ্যালয় ও চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগ তৃতীয় স্থান রয়েছে। কলেজের মধ্যে সেরার তালিকায় দিল্লির একাধিক কলেজ জায়গা করে নিয়েছে। দেশের মধ্যে সেরা ১০টি কলেজের মধ্যে পাঁচটি কলেজ দিল্লির। দিল্লির মিরান্ডা হাউস তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লির হিন্দু কলেজ। চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ দেশের সেরা কলেজগুলোর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
মেডিক্যাল কলেজগুলোর শীর্ষে দিল্লির এইমস
মেডিক্যাল কলেজগুলোর মধ্যে সেরার তালিকায় রয়েছে দিল্লি। দিল্লির এইমস সেরা মেডিক্যাল কলেজের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে পিজিআইইএমইআর। তৃতীয় স্থান দখল করে নিয়েছে ভেলোরের সিএমসি। ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেরার সেরা হয়ে উঠেছে আইআইইএম আহমেদাবাদ। দেশের সেরা ম্যানজেমেন্ট কলেজ হিসেবে প্রতিক্ষেত্রেই আইইআইইএম আহমেদাবাদের নাম উঠে আসে। দ্বিতীয় স্থান হিসেবে উঠে আসে আইআইএম বেঙ্গালুরু। তৃতীয় স্থান হিসেবে রয়েছে আইআইইএম কলকাতা।