শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা
একুশের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই জল্পনা চলছিল দিব্যেন্দু অধিকারী ও তাঁদের বাবা কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে নিয়ে। শুভেন্দু অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও, শিশির বা দিব্যেন্দু কাকেও বিজেপিতে যোগ দিতে দেখা যায়নি। তবু শিশির অধিকারী বিজেপির মঞ্চে গিয়েছিলেন, দিব্যেন্দুকে বিজেপির মঞ্চে দেখা যায়নি। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে একই সরকারি মঞ্চ শেয়ার করেন তিনি।
পূর্ব মেদিনীপুরের তৃণমূল থেকে অধিকারী বিয়োগ ঘটে গিয়েছে
শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীও অলিখিতভাবে বিজেপির হয়ে গিয়েছিলেন। তৃণমূলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিল তাঁদের। এই অবস্থায় কাঁথির রাজপাট থেকে অধিকারীরা বিচ্যুত হয়েছে। কাঁথির দখল তৃণমূল নিয়েছে। পূর্ব মেদিনীপুরের তৃণমূল থেকে অধিকারী বিয়োগ ঘটে গিয়েছে।
দিব্যেন্দু অধিকারী জল্পনা বাড়িয়ে দিলেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে
তবে এর মধ্যেই দিব্যেন্দু অধিকারী জল্পনা বাড়িয়ে দিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস তথা বিরোধী জোটের মনোনীত প্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেবেন বলে জল্পনা তৈরি করলেন। সেইসঙ্গে তিনি রহস্যও রাখলেন। দিব্যেন্দু বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন ব্যালটে হয়। সরাসরি যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার কথা জানানোর পর গোপন ব্যালটের তত্ত্ব খাঁড়া করার পিছনে কোনও অভিষন্ধি রয়েছে বলে রাজনৈতিক মহলের অনুমান।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া নিয়ে নানা রহস্য তৈরি দিব্যেন্দুর
দিব্যেন্দু অধিকারী জানান, তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে জানানো হয়নি বিধানসভায় এসে ভোট দেওয়ার কথা। তাঁকে এ ব্যাপারে অন্ধকারে রাখা হয়েছে। তবে তিনি দলের মনোনীত প্রার্থীকেই ভোট দেবেন। এবং দিল্লিতে গিয়ে ভোট দেবেন, বিধানসভায় যাবেন না। তাঁর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া নিয়ে নানা রহস্য তৈরির ঘটনায় উষ্মা প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব।
এত রহস্য তৈরি করার কী আছে! ডাল মে কুছ কালা হ্যায়
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এত রহস্য তৈরি করার কী আছে! একবার বলছেন যশবন্ত সিনহাকে ভোট দেব, আবার বলছেন গোপন ব্যালটে ভোট, আবার দিল্লিতে গিয়ে ভোট দেবেন। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীকে যদি ভোট দিতে হয় আসুন বিধানসভায়, ভোট দিন। এবার প্রকাশ্যে আসুন, অনেক কিছু তো আড়ালে আবডালে হল। কিন্তু যদি দিল্লিতে গিয়ে ভোট দেন তাহলে ভাবতেই হবে ডাল মে কুছ কালা হ্যায়।
তৃণমূলের সঙ্গে শত যোজন দূরত্ব সত্ত্বেও দিব্যেন্দুর টুইস্ট
অধিকারীদের সঙ্গে তৃণমূলের যখন শত যোজন দূরত্ব তৈরি হয়েছে, তখন দিব্যেন্দু অধিকারীর এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূল যখন সিদ্ধান্ত নিয়েছে দলের সাংসদরা কলকাতায় বিধানসভায় গিয়ে ভোট দেবেন, তখন দিব্যেন্দুকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ করেছেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তাঁর প্রতিক্রিয়ায় সরাসরি আহ্বান জানালেও তাঁর কথা মানতে নারাজ দিব্যেন্দু, তাও তিনি জানিয়ে দিয়েছেন। মোট কথা, দিব্যেন্দু একটা টুইস্ট রেখে দিয়েছেন তাঁর কথায়।