রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যস্ত আছি
তবে ইতিমধ্যে বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো ইডির তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ব্যস্ত আছি। ফলে এই মুহূর্তে হাজিরা সম্ভব নয় বলেই বিধায়ক জানিয়েছেন বলে জানা গিয়েছে। প্রয়োজনে কলকাতায় এসে কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে জিজ্ঞেস করতে পারেন বলেও জানিয়েছেন বলে খবর। ইমেল করে এই তথ্য তদন্তকারীদের বিধায়ক জানিয়েছেন বলে খবর।
এখনও পর্যন্ত কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটদের কিছু জানাননি
আজ হাজিরা দেননি রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। যদিও এর আগে একাধিক বার কয়লা-কাণ্ডে নোটিশ করা হয় তাঁকে। প্রত্যেকবারই রাজ্যের মন্ত্রী তদন্তকারীদের জানিয়েছেন, বয়স হয়েছে। এই মুহূর্তে কলকাতা ছেড়ে যাওয়া সম্ভব না। তবে এদিন এখনও পর্যন্ত কিছু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটদের কিছু জানাননি বলেই খবর। তবে এদিন তদন্তকারীরা অপেক্ষা করবেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে খবর। প্রয়োজনে ফের নোটিশ করা হতে পারে বলে খবর।
মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
কয়লা-কান্ডে বৃহস্পতিবার মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেই প্রতিবাদ করছে কিংবা কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলছে তাঁর বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তাঁর। শুধু তাই নয়, সারদা-কান্ডে শুভেন্দু অধিকারীর নাম জড়ালেও তাঁকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। এমনকি তাঁকে নুন্যতম ডাকা হচ্ছে না বলেও অভিযোগ। তবে তৃণমূল এজেন্সির কাছে মাথা নওয়াবে না বলেই দাবি অভিষেকের। এমনকি ধমকে চমকে তাদের কোনও লাভ নেই বলেও দাবি।
বিজেপির কথায় এজেন্সি চলছে
উল্লেখ্য গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী পুরুলিয়ার বলরামপুরের বিজেপির জনসভায় কয়লা চোর বলে কয়েকজন আক্রমণ করেন। বেশ কয়েকজন নেতার নাম বিরোধী দলনেতা নিয়েছিলেন। সেই তালিকাতে বাঘমুন্ডি'র বিধায়ক ছিলেন। আর এরপরেই সুশান্ত মাহাতোকে ইডি'র তলব বলে জানা যাচ্ছে। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শুধু তাই নয়, বিজেপির কথায় এজেন্সি চলছে বলেও অভিযোগ বিরোধীদের।