মিডিয়ার রেজিস্ট্রেশন (Registration of media) সংক্রান্ত নয়া আইনে ভারতে প্রথমবারের জন্যে ডিজিটাল মিডিয়াকেও যুক্ত করা হয়েছে। এর আগে কখনই এই বিষয়ে কোনও সরকারি (Government regulation) পদক্ষেপ করেনি। এবার সেই সংক্রান্ত বিলই আগামী লোকসভা অধিবেশনে পাশ করাতে পারে সরকার। এই বিল অনুমোদন হলে ডিজিটাল সাইটগুলি নানা সমস্যার মধ্যে পড়তে পারে। এমনকি কোনও রকমের 'ভায়োলেশন' সংশ্লিষ্ট সাইটটির রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করে দেওয়া হতে পারে বলে খবর। এমনকি জরিমানা করা হতে পারে বলেই বলা হচ্ছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যে Press and Periodicals Bill - এর রেজিস্ট্রেশন সংক্রান্ত সংশোধন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যেখানে যে কোনও ইলেকট্রনিক ডিভাইসের (Electronic device) মাধ্যমে ডিজিটাল মিডিয়াতে সংবাদ পরিবেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। ডিজিটাল মিডিয়াগুলি'র প্রকাশকদের রেজিস্ট্রেশনের জন্যে আবেদন করতে হবে। এই সংক্রান্ত ৯০ দিনের মাথাতে এই কাজ করতে হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, ডিজিটাল প্রকাশকদের প্রেস রেজিস্ট্রার জেনারেলের কাছেও রেজিস্টার করতে হবে।
যার লঙ্ঘনের ক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল প্রকাশনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে বলে জানা যাচ্ছে। রেজিস্টার অই৯ ডিজিটাল মিডিয়ার রেজিস্টেশন স্থগিত কিংবা বাতিল করে দিতে পারে বলে জানা যাচ্ছে। এমনকি মোটা অঙ্কের জরিমানা পর্যন্ত করা হতে পারে বলে প্রকাশিত খবরে বলা হয়েছে। আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, একটি আপিল বোর্ডে'র ব্যব স্থা থাকছে। আর তা ভারতীয় প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা করা হচ্ছে বলে ওই আধিকারিক জানিয়েছেন।
বলে রাখা প্রয়োজন, এতদিন ডিজিটাল মিডিয়া কোনও নিয়মের মধ্যে ছিল না। সম্পূর্ণ স্বাধীন ভাবে ছিল। নয়া এই সংশোধন ডিজিটাল মিডিয়াকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। সূত্রে জানা যাচ্ছে, বিলটি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর দফতর কিংবা অন্য কেউ অনুমোদন দেয়নি। ২০১৯ সালে কেন্দ্র একটি খসড়া বিল সামনে নিয়ে আসে। ডিজিটাল মিডিয়াতে প্রকাশ হওয়া সংবাদকে ডিজিটাল ফর্ম্যাটে সংবাদ হিসাবে ব্যাখ্যা করা হয়েছিল।যেখানে ইন্টারনেট, কম্পিউটার কিংবা মোবাইল নেটওয়ার্কে দেখানো যেতে পারে।
তবে এই খসড়া বিল নিয়ে শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। ডিজিটাল মিডিয়ার উপর হস্তক্ষেপ কেন্দ্র সরকার করতে চাইছে বলে দাবি করা হয়। এবার ফের একবার সংশোধন আনতে চলেছে মোদী সরকার। The Registration of Press and Periodicals Bill ব্রিটিশ যুগের প্রেস এন্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্ট ১৮৬৭-এর জায়গা নেবে। যেটি কিনা দেশের খবরের কাগজ এবং প্রিন্টিস প্রেসকে নিয়ন্ত্রণ করা হয়।