ENG vs IND: ইতিহাস তৈরি করলেন ভারতকে ১০০ রানের হারের লজ্জা উপহার দেওয়ার মূল কারিগর

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ঐতিহ্যশালী লর্ডসে কেরিয়ারের সেরা স্পেলটি করেছেন রিস টপলি। ৯.৫ ওভার বোলিং করে মাত্র ২৪ রান খরচ করে ৬ উইকেট সংগ্রহ করেন তিনি। দু'টি মেডেনও রয়েছে তাঁর। ইংল্যান্ডকে সিরিজে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান নেওয়া এই পেসার ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন।

ইংল্যান্ডের দেওয়া ২৪৭ রানের টার্গেট তাড়া করতে নামা ভারতকে প্রথমেই ধাক্কা দেন টপলি। ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান (৯) এবং অধিনায়ক রোহিত শর্মাকে (০) প্যাভিলিয়নে রাস্তা দেখান তিনি। ফর্মে থাকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব যখন সেট হয়ে গিয়েছেন তখন তাঁকেও ডাগ আউটে ফেরান এই তারকা পেসার। সরাসরি বোল্ড করে যাদবকে সাজ ঘরে ফেরান ২৮ বছর বয়সী লেফট আর্ম পেসার।

শুধু টপ অর্ডারের ব্যাটসম্যানদেরই নাকাচোবানি খাওয়াননি সাফলকের এই বোলার ভারতের লোয়ার অর্ডারকেও তিনি দ্রুততার সঙ্গে ক্রিজ ছেড়ে ফেরার রাস্তা দেখিয়েছেন। ভারতের ব্যাটিং অর্ডারের শেষ তিনটি উইকেট নেন টপলি। ২৮ বলে ২৩ রান রান করা মহম্মদ শামিকে আউট করেন তিনি। এই ম্যাচে তাঁর পঞ্চম শিকার যুজবেন্দ্র চাহাল (৩)। টপলির সামনে দুই বলের বেশি দাঁড়াতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণ। রানের খাতা না খুলে তৃতীয় বলে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নির্ধারিত ওভারের ক্রিকেটে রিস টপলি এই ম্যাচে ছয় উইকেট অর্জন করার ফলে সেরা বোলিং ফিগার ছুঁয়েছেন। এর আগে ইংল্যান্ডের কোনও বোলারই এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে এত ভাল ফিগার অর্জন করেননি।

ভারতের বিরুদ্ধে এই ম্যাচে জয় পাওয়ার ফলে জমে গিয়েছে ওডিআই সিরিজ। প্রথম ম্যাচে লন্ডনের দ্য ওভালে জয় পেয়েছিল ভারত। এর ফলে ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে যে দল জিতবে সেই দল চ্যাম্পিয়ন হবে এই সিরিজের। শেষ ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নামবে ইংল্যান্ড। লর্ডসের মাটিকে ১০০ রানের জয় মারাত্মক আত্মবিশ্বাস বাড়াবে জস বাটলারের দলের।

More INDIA News  

Read more about:
English summary
Reece Topley achieve best bowling figure in the history of ODI cricket as an England Bowler.