বাদল অধিবেশনের আগে নতুন নিয়ম চালু করল মোদী সরকার। সংসদ অধিবেশনে এবার কোনও নেতাই জুমলাবাজি, দুর্নীতি, শকুন,স্বৈরাচারী শব্দের ব্যবহার করতে পারবেন। মোদী সরকারের এই তুঘলকি সিদ্ধান্ত নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা তীব্র িনশানা করে চলেছে মোদী সরকারকে।