ভরা বর্ষাতেও অকাল বসন্ত এল। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদীর জীবনে এসেছে প্রেম। আর তাঁর এই বেরঙীন জীবনের লেডি লাভ আর কেউ নন তিনি হলেন প্রাক্তন মিস ইউনিভার্স তথা বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ললিত মোদী টুইটারে ফলাও করে তা ঘোষণাও করেছেন।
এর আগে ললিত মোদী তাঁর টুইটারে সুস্মিতা সেনকে নিজের 'বেটার হাফ' বলে উল্লেখ করেন। পাশাপাশি মলদ্বীপে ছুটি কাটানোর অন্তরঙ্গ মুহূর্তের ছবিও পোস্ট করেন তিনি। এই পোস্ট প্রকাশ্যে আসার পরই জল্পনা শুরু হয়ে যায় তবে কী সুস্মিতা সেন ললিত মোদীর গলায় বিয়ের মালা পরিয়ে দিলেন? এর কিছুক্ষণের মধ্যেই ললিত মোদী ফের টুইটারে ঘোষণা করেন, 'নতুন জীবন শুরু, তবে বিয়ে নয়, শুধু ডেটিং। সেটাও হবে একদিন।' পুরনো টুইটে ললিত মোদী লিখেছিলেন, 'লন্ডনে ফিরলাম পরিবারের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটিয়ে, আর বেটারহাফ সুস্মিতাকে নিয়ে কী বলব...নতুন শুরু, নতুন পরিবার... স্বপ্নের দেশে আছি'।
বেশ কিছুমাস আগেই সুস্মিতা সেন নিজেই সম্পর্ক ভেঙে দেন তাঁর কাশ্মীরি বয়ফ্রেন্ড রোমান শলের সঙ্গে। তবে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। এর আগে সুস্মিতা সেন একাধিকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। যার মধ্যে বলিউডের পরিচালক-প্রযোজকরাও রয়েছেন। কিন্তু কোনও সম্পর্কই টেকেনি। সুস্মিতা বলিউড থেকে বহুদিন আগেই বিদায় নিয়েছেন। তবে আরিয়ান ওয়েব সিরিজের মাধ্যমে ফের কামব্যাক করেন অভিনেত্রী। নিজের দুই দত্তক কন্যাকে নিয়ে অধিকাংশ সময় কাটে সুস্মিতা সেনের।
ললিত মোদীর এই পোস্ট সামনে আসতেই নেটিজেনদের লাইক-কমেন্টে জোয়ারে ভেসে যায় টুইটার। তবে সকলেই বলছেন এবার ললিত মোদী কলকাতার জামাই হতে চলেছেন শীঘ্রই। সুস্মিতা সেন ও ললিত মোদীর বিয়ে কবে হচ্ছে এখন সেটাই দেখার।
বড়পর্দায় ফিরছে দেশের জরুরি অবস্থার স্মৃতি, 'এমার্জেন্সি’ টিজারে দেখা গেল ইন্দিরা রূপী কঙ্গনারে