প্রবল বর্ষণে ভাসছে তেলেঙ্গানা
বাংলাতে বৃষ্টির ঘাটতি থাকলেও দক্ষিণ ও মধ্য ভারত প্রবল বর্ষণে ভাসছে। মহারাষ্ট্রের পাশাপাশি তামিলনড়ু, তেলেঙ্গানা, কর্নাটকের অবস্থা খুবই খারাপ। তেলেঙ্গানার উত্তর ও পূর্বের জেলাগুলোতে লাল সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া দফতর। নালগোন্ডা, সূর্যপট, মাহাবুবাবাদ, জানগাঁও, ইয়াদাদ্রি, ভুবনগিরির মতো জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে উদ্ধারকার্যে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।
বুক জলে একরত্তি!
এখানে একটি শিশুকে উদ্ধার করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওর সঙ্গে অনেকে যেমন কৃষ্ণের তুলনা টানছেন, অনেকে আবার বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলীর ব্লকবাস্টার হিট বাহুবলীর তুলনাও টেনে আনছেন। আসলে সেখানে দেখা গিয়েছে জল থেকে বাঁচতে একরত্তিকে একটি অ্যালুমিনিয়ামের গামলায় শুইয়ে মাথায় করে প্রায় গলা সমান জল অতিক্রম করে চলেছেন এক স্থানীয় পরিবার। আর এই ভিডিও স্যোশাল মিডিয়ায় আপলোড করতেই এতক্ষণে বয়ে গিয়েছে লাইক আর নানা রকমের কমেন্টের বন্যা।
ঠিক যেন সিনেমা
ভিডিওতে দেখা গিয়েছে, বসুদেব যেমন কৃষ্ণকে মাথায় করে ভরা বর্ষায় নিয়ে গিয়েছিলেন কংসের চোখের আড়ালে, কিংবা বাহুবলীঃ দ্য বিগিনিং ছবিতে ছোটো শিশু নায়ককে বাঁচাতে শিবগামী পার হয়েছিলেন নদী। ঠিক তেমন করেই এই তিন মাসের শিশুটিকে মাথায় করে নিয়ে বুক জল ঠেলে এগিয়ে চলেছে তার পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে।
ভারী বৃষ্টির পূর্বাভাস
প্রসঙ্গত, তেলেঙ্গানায় ১ জুন থেকে ১২৭ শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সে রাজ্যের আবহাওয়া দফতর। আর সেই প্রবল বৃষ্টির জেরে মহা বিপদে পড়েছেন সাধারণ মানুষ। মাঝারি বৃষ্টি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৯ জুলাই থেকে ১৩ জুলাই গত পাঁচ দিনে ২১৯.৭৭ মিমি বৃষ্টিপাত হয়েছে। যা স্বাভাবিকের চেয়ে ৪৫৫ শতাংশ বেশি। আগামী ২৪ ঘন্টায় তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর।