পালালেন গোতাবায়া
গতকয়েকদিন ধরেই কোনও খোঁজ নেই দেশের প্রেসিডেন্টের। প্রাসাদ দখল নিয়েছে বিক্ষোভকারীরা। ১৩ জুলাইয়ের মধ্যে তাঁকে পদত্যাগের সময়সীমা েবঁধে দিয়েছিলে বিক্ষোভকারীরা। কিন্তু তার আগেই চম্পট দলেন তিনি। সকলের অলক্ষ্যে রাতারাতি দেশ ছেড়েছেন প্রেসিডেন্ড গোতাবায়া রাজাপাক্ষে। সঙ্গে নিয়েছিলেন স্ত্রী ও তাঁর দুই দেহ রক্ষীকে। গোতাবায়াকে নাকি মালদ্বীপে দেখা গিয়েছে। মালদ্বীপের রাজধানী মালে বিমানবন্দরে দেখা গিয়ছে সস্ত্রীক গোতাবায়াকে। এদিকে প্রবল অর্থনৈিতক সংকটে রয়েছে দেশ।
তুমুল সংকট শ্রীলঙ্কায়
একের পর এক সংকটে রয়েছে দ্বীপরাষ্ট্র। মাহেন্দ্র রাজাপাক্ষে আর গোতাবায়া রাজাপাক্ষের শাসনে দেশ দেউলিয়া হয়ে গিয়েছে। দুই শাসকক উৎখাত করতেই পথে েনমেছে সাধারণ মানুষ। গত ১ মাস ধরে বিক্ষোভের আগুনে পুড়ছে শ্রীলঙ্কা। প্রেসিডেন্টের প্রাসাদ দখল িনয়েছেন সাধারণ মানুষ। ১৩ জুলাই পর্যন্ত রাজাপাক্ষের পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। তাঁর আগেই দেশ ছেড়ে চম্পট দিয়েছেন তিিন। এবার বিক্ষোভকারীরা কী করেন সেটাই দেখার।
রাজাপাক্ষের প্রাসাদ দখল
প্রেসিডেন্টের প্রাসাদ দখল নিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁরা প্রাসাদের ভেতরে ঢুকে যাকে বলে তাণ্ডব চালিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। প্রাসাদে একাধিক গোপন কুঠুরির সন্ধান মিলেছে। সেখােন কোটি কোটি টাকার হদিশ মিলেছে। সোশ্যাল মিডিয়ায় সেই সব ভিডিও ছড়িয়ে পড়েছে। কিন্তু পরবর্তী পদক্ষেপ কী হবে বিক্ষোভকারীদের তা এখনও স্পষ্ট নয়। রাজাপাক্ষের জায়গায় দেশের পরিচালনায় কাকে বসানো হবে তাও ঠিক করে উঠতে পারেননি বিরোধীরা। গোটা দেশে চরম রাজনৈতিক অরাজকতা চলছে।
বিরোধীরা কী করবেন
দেশের এই সংকটপূর্ণ পরিস্থিতিতে কোন পথে চলবেন বিরোধীরা এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মাহেন্দ্র রাজাপাক্ষের পদত্যাগের পর দেশ পরিচালনার দায়িত্ব তুলে নিয়েছিলেন রনিল বিক্রমসিংহে। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। প্রবল অর্থনৈতিক সংকটে ডুবে রয়েছে গোটা দেশ। এই পরিস্থিতি িনয়ে ২ দিন আগেই বৈঠকে বসেছিলে বিরোধীরা। কিন্তু ততে তেমন কিছু সমাধান বেরোয়নি। কাজেই এবার গোতাবায়া রাজাপাক্ষে পালিয়ে যাওয়ার পর কী পদক্ষেপ করবেন তাঁরা সেটাই দেখার।