একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৯৭৯। গতদিনের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই বেশি। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ৫৯ হাজার ২৬৪ জন। রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা ২১২৫৫। এদিন বাংলায় চার জনের প্রাণ কেড়েছে ঘাতক করোনা।
মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ২০ লক্ষ ৫৯ হাজার ২৬৪ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৭৪৩৩ জন। দৈনিক আক্রান্ত ২৯৭৯ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৩৫৯ জন। মোট করোনা মুক্ত হলেন ২০ লক্ষ ১০ হাজার ৫১৩ জন। সুস্থতার রেট হয়েছে ৯৭.৬৩ শতাংশ। আর এদিন করোনামুক্তের প্রায় দ্বিগুণ সংক্রমণ হয়েছে।
করোনা টেস্টিং
করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ২ কোটি ৫৭ লক্ষ ৩৪ হাজার ৬০৫। এদিন টেস্টিং হয়েছে ১৬ হাজার ০২৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সংক্রমণের হার ১৮.৫৯ শতাংশ। সংক্রমণের হার বাড়তে বাড়তে ২০ শতাংশে আশেপাশে পৌঁছে গেল বাংলায়।
করোনার টিকাদান
এদিন বাংলায় মোট করোনা টিকা দেওয়া হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ১০৭ জনকে। এঁদের মধ্যে এখন পর্যন্ত মোট ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৭ কোটি ২৭ লক্ষ ২২ হাজার ৭৭১ জনের। আর দ্বিতীয় ডোজ ৬ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৫৭২ জনের। মোট বুস্টার ডোজ পেয়েছেন ৪২ লক্ষ ৬৬ হাজার ৮৫৪ জন।
কত জন সক্রিয় কে কোথায়
বাংলায় মোট করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ২৭৪৩৩ জন। তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন অধিকাংশ। ২৬৭২৯ জন করোনা সক্রিয় হোম আইসোলেশনে রয়েছেন। সেফ হোমে এই মুহূর্তে কেউ নেই। আর হাসপাতালে রয়েছেন মাত্র ৭০৪ জন। এ দিন করোনা সক্রিয়ের সংখ্যা বেড়েছে ১৬১৬ জন।
সুস্থ হওয়ার পথে এগিয়ে গিয়েছিল বাংলা
করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল বাংলা। এখন আবার দৈনিক করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এদিন বাংলার ২৩ জেলায় মোট সংক্রমণ ২৯৭৯। গতকাল এই সংখ্যাটা ছিল ২৬৫৯। গতকাল টেস্টিং হয়েছিল ১৪ হাজার। সেই নিরিখে এদিন পরীক্ষা বেড়ে হয়েছে ১৬ হাজার। ফলে বেড়েছে সংক্রমণ। তবে সংক্রমণ হার প্রায় একই রয়েছে।