ENG vs IND: লর্ডসে দ্বিতীয় ওডিআই ম্যাচে বিরাট কোহলির খেলা নিয়ে ঘোর সংশয়

কুচকির চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেনি বিরাট কোহলি। বিসিসিআই-এর তরফ থেকে এই আপডেট দেওয়া হয়। তবে, এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি যে বিরাট কোহলি তাঁর চোট কাটিয়ে উঠে দ্বিতীয় ওডিআই ম্যাচে খেলতে পারবেন কি না। লর্ডসে বিরাট কোহলিকে না পাওয়া গেলে তাঁর জায়গায় প্রথম ম্যাচের মতোই খেলবেন শ্রেয়স আইয়ার।

এএনআই-এর প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে, এখনও পুরোপুরি কুঁচকির চোট কাটিয়ে উঠতে পারেননি বিরাট কোহলি। যার ফলে বৃহস্পতিবারও লর্ডসে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম প্রাক্তন ভারত অধিনায়কের। তিনি খেলতে না পারলেও প্রথম ম্যাচে তাঁর পরিবর্তে খেলা শ্রেয়স আইয়ার সুযোগ পাবেন দলে। যদিও প্রথম ম্যাচে আইয়ার ব্যাটিং করার সুযোগ পাননি কারণ প্রথম উইকেটেই ম্যাচ জিতিয়ে দেন রোহিত শর্মা- শিখর ধাওয়ান।

প্রথম ওডিআই-এর আগে টুইটারে বিসিসিআই-এর পক্ষ থেকে লেখা হয়েছিল, "ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলি এবং অর্শ্বদীপ সিং নির্বাচনের জন্য উপলব্ধ নন। বিরাটের কুঁচুকিতে হালকা চোট রয়েছে এবং অর্শ্বদীপের তলপেটে ব্যর্থ রয়েছে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাদের দেখাশোনা করছে।" তবে, এখনও দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে কোহলির কী পরিস্থিতি সেই বিষয়ে বোর্ডের তরফ থেকে কোনও তথ্য আসেনি।

টি-২০ সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে পরাজিত করার পর ওডিআই সিরিজে প্রথম ম্যাচ জিতে ব্রিটিশ দলটির উপর চাপ বাড়িয়েছে ইংল্যান্ড। তিন ম্যাচের টি-২০ সিরিজের মতোই তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত যার মধ্যে প্রথম ম্যাচ জেতার ফলে শেষ দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৩০ রান করেন জস বাটলার। ইংলিশ ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি ঠিক মতো। ইংল্যান্ডের চার জন ব্যাটসম্যান ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। জসপ্রীত বুমরাহ ৬ উইকেটের পাশাপাশি ৩ উইকেট পান মহম্মদ শামি এবং ১টি উইকেট পান প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতের হয়ে একাই ৭৬ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৫৮ বলে ৭৬ রান করেন রোহিত শর্মা। ৫৪ বলে ৩১ রান করে শিখর ধাওয়ান।

More LORDS News  

Read more about:
English summary
Virat Kohli is likely to miss the second ODI match at Lords against England. He has not recovered yet. The final decision will be taken in match day.
Story first published: Wednesday, July 13, 2022, 12:14 [IST]