করোনা নির্মূল হওয়ার কোনও সম্ভাবনাই নেই! উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা সংক্রমণ নতুন করে মাথাচাড়া দিয়েছে। গোটা বিশ্ব যখন ছন্দে ফিরতে শুরু করেছে, তখন ফের একবার দেখা দিচ্ছে আশঙ্কার মেঘ। আপাতত করোনা পুরোপুরি সরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একাধিক দেশে সংক্রমণের নতুন ঢেউ দেখা যাচ্ছে।

আর সেই প্রসঙ্গ তুলেই টেড্রস আধানম ঘেব্রেসাস সাংবাদিক বৈঠকে বলেন, নতুন ঢেউই বলে দিচ্ছে, করোনা নির্মূল হওয়ার কোনও সম্ভাবনাই নেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হু প্রধান বলেন, করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে আমি উদ্বিগ্ন। এর ফলে স্বাস্থ্য পরিকাঠামোর ওপর চাপ বাড়বে ও স্বাস্থ্যকর্মীদের ওপরও প্রভাব পড়বে। মৃতের সংখ্যাও বাড়ছে বলে উল্লেখ করেছেন তিনি।

করোনা পরিস্থিতি কী ভাবে সামাল দেওয়া হবে, তা নিয়ে প্রশাসনের তরফে নিয়মিত আলোচনা করা উচিত বলে মন্তব্য করেছেন হু প্রধান। নতুন ভ্যারিয়েন্টের দিকে নজর দেওয়ার কথাও বলেন তিনি। পরীক্ষা বাড়িয়ে ও নজরদারি বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলেছেন তিনি।

হু প্রধান দাবি করেন, কয়েক লক্ষ প্রাণ বাঁচিয়েছে ভ্যাকসিন। তাঁর দাবি, সবথেকে বেশি ঝুঁকি যেখানে ছিল, সেখানেও ভ্যাকসিনের জন্য অনেক উপকার হয়েছে। অন্তত পক্ষে ৭০ শতাংশ মানুষকে যাতে টিকা দেওয়া হয়, সেই বার্তাই দিয়েছেন তিনি।

হু প্রধান আরও উল্লেখ করেন, করোনার পাশাপাশি নিউমোনিয়া, ডায়েরিয়ার মতো রোগের ক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে। অন্যান্য রোগের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়াও জারি রাখতে হবে। কোভিডকে গুরুত্ব দিতে গিয়ে অন্য রোগের প্রকোপ যাতে না বাড়ে, সে কথাও মনে করিয়ে দেন হু কর্তা।

গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। বাংলা সহ বিভিন্ন রাজ্যে সংক্রমণের গ্রাফ উপরের দিকে। প্রত্যেকদিনই কার্যত ১৫ হাজারের উপরে দেশজুড়ে সংক্রমণ। যা দেখে উদ্বিগ্ন দেশে'র চিকিৎসকরা। যদিও এখনও পর্যন্ত ভারতের তরফে কোনও চতুর্থ ওয়েভের কথা বলা হয়নি।

তবে চিকিৎসকরা বলছেন, ভারতের ফোর্থ ওয়েভ শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় সাবধান থাকার কথা বলছেন তাঁরা। আর এই আশঙ্কার মধ্যেই ভবিজঙ্গানীদের একাংশ ভারতে করোনা'র নয়া ভ্যারিয়েন্ট মিলেছে বলে দাবি করেছেন। বেশ কয়েকটি রাজ্যে এই ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে বলেও দাবি বিজ্ঞানীদের। যদিও এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রকের দাবি, নয়া ভ্যারিয়েন্ট নিয়ে এখনও পর্যন্ত আতঙ্কের কিছু নেই। তবে পুরো পরিস্থিতি'র উপর নজর রাখা হচ্ছে বলেই দাবি।

More CORONAVIRUS News  

Read more about:
English summary
Covid is not near over, warns WHO chief amid new waves of Covid