আইসিসি'র সদ্য প্রকাশিত ওডিআই ফরম্যাটে বোলারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এলেন জসপ্রীত বুমরাহ। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ রানে ৬ উইকেট সংগ্রহ করার ফলে এক নম্বরে উঠে এলেন বুমরাহ। চার নম্বর পজিশন থেকে তিন ধাপ উঠে সরাসরি প্রথম স্থানে উঠে এলেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার।
৭১৮ রেটিং নিয়ে শীর্ষ স্থানে নিজের জায়গা পুনঃদখল করলেন বুমরাহ। বুমরাহ শীর্ষ স্থানে উঠে আসার ফলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন ট্রেন্ট বোল্ট। ৭১২ রেটিং নিয়ে বোল্ট রয়েছেন দ্বিতীয় স্থানে। এক ধাক নেমে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে চলে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর সংগৃহীত রেটিং ৬৮১। র্যাঙ্কিং-এ উন্নতি হয়েছে জস হ্যাজেলউড এবং মুজীব উর রহমান। ৬৭৯ রেটিং নিয়ে জস হ্যাজেলউড রয়েছেন চতুর্থ স্থানে এবং পাঁচ নম্বরে রয়েছে মুজীব উর রহমান। তাঁর সংগৃহীত পয়েন্ট ৬৭৬। বাংলাদেশের মেহদি হাসান এক ধাপ উঠে জায়গা করে নিয়েছেন ষষ্ঠ স্থানে। চার ধাপ নেমে তিন থেকে সরাসরি ৭ নম্বরে চলে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস।
অপর দিকে, টি-২০ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ম্যাচে সূর্যকুমার যাদব অসাধারণ ৫৫ বলে ১১৭ রানের সৌজন্যে টি-২০ ক্রিকেটে ব্যাটারদের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রথম দশে। ৪৪ ধাপ উঠে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। যদিও এই ম্যাচটি ভারত জিততে পারেনি। তৃতীয় টি-২০ ম্যাচে হারতে হলেও ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে লন্ডনের কেনিংটন ওভালে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ভারত। ২৫.২ ওভারে ১১০ রানে প্রথমে ব্যাটিং করা ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়। জবাবে ১৮.৪ ওভারে বিনা উইকেটের পতেন রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত পরাজিত করে ইংল্যান্ডকে। ভারতের হয়ে ৭৬ রান করেন রোহিত শর্মা এবং ৩১ রান করেন শিখর ধাওয়ান। দ্বিতীয় ম্যাচে লর্ডসে জিততে পারলেই টি-২০ সিরিজের মতো এক ম্যাচ বাকি থাকতে ওডিআই সিরিজ জিতে নেমে টিম ইন্ডিয়া।