করোনা'র বাড়বাড়ন্ত! ১৫ জুলাই থেকে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত

নতুন করে দেশে বাড়ছে করোনা। বাংলা সহ দেশের বিভিন্ন অংশে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠছে। এই অবস্থায় অনেকেই বুস্টার ডোজ নিচ্ছে না বলে একটি তথ্য সামনে এসেছে। কার্যত একটা অনীহা দেখা গিয়েছে। এই অবস্থায় বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকারের। ইতিমধ্যে ১৮ বছর বয়স থেকে বুস্টার ডোজ নেওয়ার কথা আগেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এবার সরকারি হাসপাতাল-কেন্দ্রগুলিতে ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সীদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিনামূল্যে এই বুস্টার ডোজ দেওয়া হবে। আগামী ৭৫ দিন ধরে বিশেষ অভিযান চালানো হবে। আর তা আগামী ১৫ জুলাই থেকে শুরু হবে। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

৭৫ দিন ধরে বিনামূল্যে বুস্টার ডোজ

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে 'আজাদি কা অমৃত মহোৎসব'-পালন করছে দেশ। আর সেই বিষয়টি মাথায় রেখেই ৭৫ দিন ধরে ১৮ উর্ধদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কোভিড সতর্কতামূলক ডোজ সম্পর্কে সচেতনতা বাড়ানোটাও অন্যতম বড় লক্ষ্য বলে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরা। বলে রাখা প্রয়োজন, ৬০ বছরের উর্ধে প্রায় ১৬ কোটি মানুষ এবং স্বাস্থ্য কর্মী এবং অন্যান্য করোনা যোদ্ধাদের আগেই বুস্টার ডোজ দিয়েছে সরকার।

১৮ থেকে ৫৯ বছর বয়সীদের দেওয়া হবে ডোজ

এক আধিকারিক জানিয়েছেন, সরকার আগামী ৭৫ দিন ধরে একটি বিশেষ অভিযান চালাতে পরিকল্পনা করছে। যেখানে ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের সরকারি হাসপাতাল, কেন্দ্র এবং টিকাকরণ কেন্দ্রে বিনামূল্যে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হবে। আর তা শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। আর এই সিদ্ধান্তের পরেই সরকারি ভাবে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বুস্টার ডোজ সমস্ত রাজ্যে পাঠানো'র কাজও দ্রুত শুরু হবে বলে জানা যাচ্ছে।

বুস্টার ডোজ নেওয়ার সময় কমিয়েছে সরকার

বলে রাখা প্রয়োজন, নতুন করে দেশে বাড়তে শুরু করেছে করোনা'র সংক্রমণ। পরিস্থিতি বুঝে অনেকেই বলছেন দেশ চতুর্থ ওয়েভ আছড়ে পড়া সময়ের অপেক্ষা। এই অবস্থায় করোনার বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র ওষুধ ভ্যাকসিন। প্রথম এবং দ্বিতীয় ডোজ নিলেন অনেকেই বুস্টার ডোজ নিচ্ছেন না। ফলে পরিস্থিতি জটিল হচ্ছে। এই অবস্থায় গত কয়েকদিন আগেই দ্বিতীয় এবং বুস্টার ডোজ নেওয়ার সময়সীমা কমিয়ে দিয়েছে সাস্থ্যমন্ত্রক। ৯ মাস নয়, তিন মাসেই বুস্টার ডোজ নিয়ে নিতে হবে বলে জানানো হয়েছে। আর এর পরে আরও বড় সিদ্ধান্ত মোদী সরকারের।

উঠে আসছে একাধিক কারণ! ১২ বছরের কমবয়সীদের কোভিড টিকাকরণ এখন নাও শুরু হতে পারে উঠে আসছে একাধিক কারণ! ১২ বছরের কমবয়সীদের কোভিড টিকাকরণ এখন নাও শুরু হতে পারে

More CORONAVIRUS News  

Read more about:
English summary
people above 18 will get free booster dose from govt vaccination centres, announces centre